আসসালামু আলাইকুম।
কারো সম্মুখে প্রশংসা করা মোটেও উত্তম কিছু না, এবং এই সম্পর্কিত কিছু হাদিস দেখেছি আমি।
কিন্তু কারো কোনো কাজের উপকৃত হলে, কোনো কাজের ফিডব্যাক হিসেবে, অতিরিক্ত প্রশংসা না, কিন্তু কাউকে উৎসাহ যোগায় এমন প্রশংসা করলে, কারো আত্মবিশ্বাস বাড়ায় সামনে এগিয়ে যেতে, পিছনের ভুল, গুনাহ থেকে বেরিয়ে আসতে, এমন ভালো কথা তার সম্পর্কে বললে, হয়তো প্রশংসা না করলেও চলত কিন্তু তাকে সাপোর্ট করতে, তার কাজের ভালো দিক কত টুকু আমি দেখেছি, বা যত টুকু আমার কাজে লেগেছে সেটুকু ফিডব্যাক কি দেয়া যাবে না?
(এমন না সে খুব ভালো মানুষ, মহান মানুষ বলে বেশি কিছু না জেনেই প্রশংসা করলাম।।)