আসসালামু আলাইকুম।
মুহতারাম,
০১।ধরে নেয়া যাক-
খালেদের বিকাশে যায়েদের ১০০০ টাকা আসল খরচ সহ।খালেদ খরচ বাদ দিয়ে ১০০০ টাকা যায়েদকে দিল।অথচ সে ক্যাশ আউট করে নি।এখন তার প্রয়োজনে অন্য কারো কাছে এক হাজার টাকা সেন্ডমানি করল।ফলে তার ক্যাশ আউটের খরচটা বেঁচে গেল।
প্রশ্ন হল বেঁচে যাওয়া টাকা সে নিতে পারবে কি না?
০২। যায়রদের জন্য খালেদের মোবাইলে ১০০০ টাকা পাঠানো হল। সাথে ক্যাশ আউট খরচ বাবদ ২০ টাকা বেশি দিল। বাস্তবে কিন্তু খরচ বিশটাকার চেয়ে কম কাটে। অ্যাপ ও প্রিয় নাম্বারে ক্যাশ আউট করলে আরো কম কাটে।এখন কম কাটা টাকা যায়েদকে দিতে পারবে কি না? আসলে একটা ঝামেলাপূর্ন হিসাব।