اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎
আমি যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহকে ওয়াদা দেই যে আর ভুল করব না, এর ২-১ দিন পর্যন্ত ভালো থাকি আলহামদুলিল্লাহ,
কিন্তু ২-১ দিন পরেই যতটুকু ভালো পথে চলেছি তার থেকে আবারও বেশি পরিমান ভুল করে ফেলি,আমি বুঝতে পারি যে এটা শয়তানের ধোঁকা, কারন আমি যখনই আল্লাহর নিকটবর্তী হই তখনই শয়তান আপ্রান চেষ্টা করে আল্লাহ থেকে আমায় দুরে নিয়ে যায়,
এমন কেন হয় আমার সাথে? এই সমস্যা টা যেন চক্রাকারেই আমার সাথে ঘটছে,স্হায়ী ভাবে আল্লাহর নিকটবর্তী হতে পারছি না
এর প্রতিকার কি?
(এক বোনের প্রশ্ন)