কোনো শিক্ষক যদি, জনসংখ্যা বৃদ্ধির কুফল, বাল্যবিবাহের কুফল, গণতন্ত্রের ভালো দিক, নারীর ক্ষমতায়ন এর ভালো দিক, ইত্যাদি বিষয়ে ক্লাসে বই এর লেখা অনুযায়ী পড়ান, এবং ছাত্র দের পড়তে বলেন(যেহেতু বইএ আছে), কিংবা গ্রীক পৌরানিক কাহিনির গল্প(ইংরেজি বইয়ে থাকে) পড়ান। কিন্তু তিনি তাদের এটা জানান না যে, "এসব ইসলামী আকিদার সাথে মিলে না,বা ইসলামের পক্ষে না"। এই তথ্য না জানিয়েই এগুলো পড়ালে কি সেই শিক্ষক এর ইমান চলে যাবে?
উল্লেখ্য উনি নিজে ইসলামী আকিদা বিশ্বাস করেন...যেগুলো উনার জানা মতো ইসলামি চাহিদার সাথে মিলে সেগুলোই বিশ্বাস করেন।