আসসালামু আলাইকুম
আমি বর্তমানে পরাশুনা করছি একটি প্রাইভেট ইউনিভার্সিটি তে CSE DEPARTMENTএর প্রথম বর্শে।
এর পাশাপাশি একটি LG শোরুমে পাট-টাইম জব এর অফার পেয়েছি। বেতন মাসে ৫,০০০৳ সেল বারলে বেতন বারিয়ে দিবে।
যেহেতু শোরুমে তেমন কাজের প্রেশার নেই তাই পাশাপাশি অনলাইনে SEO & WEBSITES Development এর উপর কাজ শিখেছি এখন ফ্রিল্যান্সিং এর চেষ্টা করছি,এবং Affiliate marketing নিয়ে কাজ শিখা শুরু করেছি।
আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের বানী তে আমি ইসলামের হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করছি।
আমার ইচ্ছে হলো যত দ্রুত সম্ভব বিয়ে করে নেয়া,নয়তো এখন যে সকল ফেতনা দুনিয়ায় বিরাজ করছে তা থেকে নিজেকে সংযত রাখা কষ্ট কর হয়ে যাচ্ছে,
যেই সকল ফেতনায় যুক্ত হওয়ার আশংকায় থাকছি, বিয়ে তার একটি উত্তম সমাধান হতে পারে।তাছাড়া আল্লাহর হুকুম ও পালন করতে পারছি।
নিজেকে মানসিক ভাবে সাপট দেয়ার মতো আপন কেউ বুঝবান নেই।বড় ভাইরা ৩জন বিদেশে আছেন,আথিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে,তবে এখন ভাইরা যার যার টাকা নিজেদের মতো সেফ করছে এবং আমার পরাশুনার খরচ দিচ্ছে,
***
কলেজে পড়া অবস্থায় আমার ক্লাসেই একজন মেয়ে কে দেখতাম খুব ভালো ভাবে নেকাপ মেন্টেইন করতো এবং ছেলেদের থেকে যত টুকু সম্ভব দূরে থাকতো এবং এই সব বিষয় গুলা এরিয়ে চলত,তবে মাঝে মধ্যে স্যার মেম দের সাথে কোথাও ঘুরতে যেতে দেখেছি পরদা মেন্টেন করে।।
তার চলাফেরা দেখে তাকে মনে মনে ভালো লাগত, তবে কখনো প্রকাশ করিনি,।
লাস্ট কিছু দিন আগে সে অসম্ভব অসুস্থ হয়ে যায় এবং আমি তা শুনে তার খবর নেয়ার চেষ্টা করি,পরে আলহামদুলিল্লাহ সে ভালো হয়,তখন তার আম্মুর সাথে আমার কথা হয়েছিলো। কোন একটি বিষয় নিয়ে পরে কথা বলার সুযোগ হয়েছিলো এবং আমি তাকে বিয়ের প্রস্তাব দেই,সরাসরি না একটু গুরিয়ে পেচিয়ে, যেহেতু তাকে দুই বছর কাছ থেকে দেখেছি,তার চলাচল সমন্ধে আমি অল্প হলেও জানতাম।
পরে সে আমার অবস্থা বিবেচনা করে প্রস্তাবে রাজি হয়,বলে এখন বিয়ে করে নিলে সে তার বাসায় থাকবে এবং আমার পরাশুনা শেষ হলে ঢাকায় চাকরি হলে তখন ঢাকায় বাসা নিয়ে তাকে সেখানে নিয়ে যাবো, পড়াশুনা অবস্থায় আমার যাতায়াত থাকলো তার বাসায়,এবং সে তার ফেমিলি কে রাজি করাতে পারবে,সেটা সে বল্লো।
আমার ইচ্ছে হলো গ্রামের বারিতে থেক্বি রিমোট জব করবো পাশাপাশি নিজের ব্যবসা দার করাব,তখন তার জন্য প্রয়োজন হলে আলাদা বাসা নিব এবং তাকে আমার কাছে নিয়ে আসবো। এই বিষয় এ তাকে কিছু বলিনি
আমার জন্য তার প্রস্তাব টি খুব উপকারী মনে হচ্ছে,কারণ এখন
যেহেতু আমার পরিবার যৌথ পরিবার, আমার জন্য যদিও একটি রুম আছে তবে আলাদা বাথরুম নেই,পাশাপাশি সব ভাইদের রুম একি ঘরের মধ্যে, তাকে আমার এখানে এখন আনলে পরদা মেন্টেন করা তার জন্য কষ্টকর হয়ে যাবেএবং তাকে উত্তম পরিবেশ দিতে পারবো না।,কারণ আমার ফেমিলির অন্য ভাবিরা পরদার ব্যাপারে সচেতন না।যদিও তারা নামাজ পরে আবার মাঝে মধ্যে পরে না,
আমার পরিকল্পনা হলো যেহেতু আমি শোরুমে জব করার সুযোগ পাচ্ছি এর পাশাপাশি যদি অনলাইন থেকে প্রতি মাসে অল্প পরিমানে ও টাকা উপাজন করতে পারি তাহলে তাকে বিয়ে করে নিব এই দিকে আমার পরাশুনার খরচ বহন করতে পারবো এবং তার ভরনপোষণ এর দাইত্ত নিতে পারব।,১০-২০জন লোক নিয়ে গিয়ে,পরে যখন ইনশাআল্লাহ আমার টাকা হবে তখন সব খরচ দিয়ে অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে আসবো।
আমি চাই পড়াশুনার পাশাপাশি নিজের চরিত্র কেও ঠিক রেখে ইসলামের হুকুম গুলো কে মেনে চলতে,
যেহেতু আমরা দুজন এখন একে অপরের জন্য গায়রে মাহরাম,তাই আমাদের মধ্যে রেগুলার তেমন কোন যোগাযোগ নেই, আমরা নিজেদের কে শয়তানের পরচনা থেকে বেচে থাকার চেষ্টা করছি।
কলেজে পরা অবস্থায় তার ফেস দেখিনি, কিন্তু প্রস্তাব এর পর আমার আম্মু কে দেখানোর জন্য তার কিছু হিজাব পরিহিত ছবি চেয়ে নেই,যদিও সে দিতে চাচ্ছিল না আম্মুর কথা বলাতে দিয়েছে,
সেই ছবি গুলা দেখে আমি আবার ডিলিট করে দিয়েছি,।
সেও তার পরাশুনা নিয়ে ব্যাস্ত আমিও আমার পরাশুনা কাজ নিয়ে ব্যাস্ত।
সে আমায় মোহ রানা পরিমান ও কমিয়ে দিয়েছে,এবং আমায় এই পাট-টাইম জব নেয়ার ব্যাপারে প্রথমে উৎসাহিত করেছিলো, যদিও এখন যেই জবের অফার পেয়েছি তা সে যানে না।
আমার বয়স এখন ২৪ পরাশুনা শেষ করতে করতে বয়স হবে ২৮ বছর চাকুরী নিয়ে বিয়ে করা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে,তাই আমি চাচ্ছি বিয়ে করে আল্লাহর হুকুম আহকাম কে মেনে সামনে আগানর,আর এর দ্বারা আমার কাজের অগ্রগতি আরও ভাল হবে।
আপনার পরামর্শ চাচ্ছি
এই বিষয়ে পরিবারের সাথে কীভাবে কথা বলতে পারি সেই বিষয়ে ও পরামর্শ চাচ্ছি,
যদি বিয়ে করি তাহলে কোন কোন বিষয় গুলো কে লক্ষ্য রাখা প্রয়োজন ও গুরুত্বপূর্ণ বা জরুরি
বিয়ে যদি করি তাহলে বউকে প্রতি মাসে কি পরিমান টাকা দিতে হবে? যেহেতু সে তার বাসায় থাকবে