আসসালামু আলাইকুম,
প্রিয়ো ওস্তাদ,
আল্লাহ'তালা আপনাদের কাজের উত্তম প্রতিদান প্রদান করুন।
একটি সমস্যা, ফেসবুকে নানা জন নানা যখন তাফসীর কোনটা পড়বো জিজ্ঞাসা করেন। তখন কমেন্ট না না মাযহাবের লোকজেন এসে নানা রকম পরমারশ প্রদান করে। কিন্তু সমস্যা হচ্ছে কেউ একটি তাফসীরের কথা বলল, আরেকজন এসে সেই তাফসীর নিয়ে গালমন্দ শুধু করে দেয়। কেউ না কেউ বাজে কিছু বলার জন্যে আছেই। তাই চিন্তায় পরে যাই যে আসলে কোন তাফসীর পড়বো।
আমার ধারণা হচ্ছে যারা যেই মাযহাম অনুসরণ করেন। তারা তাদের‍ শায়েখলের লিখিতি কিতাবকে বেশি অগ্রাধিকার প্রদান করেন। যদিও তাফসীর ইবনে কাসিরের বিষয় আলাদা। এটা অনেক বড়। সাধারনের জন্যে এই কিতাব দিয়ে শুরু করাটাও সমস্যার।
আপনারা কি কষ্ট করে, সময় নিয়ে একটা পূর্ণাঙ্গ লিস্ট দিতে পারবেন? লিস্টের এই বিষয় গুলো বিবেচ্য থাকবে।
মাযহাব ভিত্তিক, যেমন হানাফি মাযহাবের পছন্দের তালিকায় ১ থেকে ১০ টির মধ্যে এই তাফসীর গুলো আছে, (বাংলাতে অনুবাদ না থাকলেও লিস্টে রাখা) এবং কোন সালে লিখিত হয়েছে সেই কিতাব। সাল সহ দেওয়া। যিনি লিখেছেন ২ লাইনের তার বিষয়ে কথা।
এর পরে শাফি মাযহাব, হানবালি মাযহাব, মালেকি মাযহাব, আহলে হাদিস, সালাফি এইরকম যারা আছেন, তাদের পছন্দের তালিকায় কোন কোন তাফসীরের কিতাব গুলো আছে। এবং কবে লিখা হয়েছে। এইরকম একটি কাজ পেলে অনেক উপকার হতো।
(সাল এর কথা জিজ্ঞাস করার কারন হচ্ছে, যারা শুরুর দিকের আলেমদের ওপরে ভরসা অনেক বেশি পাই।)
অনুগ্রহ করে দেখবেন এটা সম্ভব হয় কিনা বা যতটুক সম্ভব হয়। আর যদি সম্ভব না হয়, অন্তত হানাফি আলেমদের পছন্দের তালিকে ১ থেকে একটা লিস্ট , লিখার সাল ও লেখকের বিষয়ে ২/১ লাইন।
***অনুবাদ ও প্রকাশনীর ক্ষেত্রে। এটা আসলে সম্ভব হয় না জানা। তবুও যদি কোন কিতাবের ক্ষেত্রে জানা থাকে যে অমুক অনুবাদকের অনুবাদ বা অনুক প্রকাশনীর অনুবাদ সব থেকে উত্তম হবে। সেটাও লিখে দিলে উপকার হয়।
অনেক কষ্ট দিচ্ছি এই প্রশ্নের মাধ্যমে। বেয়াদবি মাফ করবেন। আফওান।
জাযাকাল্লাহু খাইরান।
সম্ভাব্য ফর্মেটঃ
#হানাফি_মাযহাবঃ
১) তাফসীর কিতাব নাম (সালঃ৭৭৪ হিজরী)
--লেখকের নামঃ অমুক লেখক, তিনি উত্তম ব্যাক্তি ছিলেন, তিনি এই এই কাজ গুলো করেছেন।
--অনুবাদকঃ অমুক অনুবাদকের অনুবাদ উত্তম ও সহজ।
--প্রকাশনঃ অমুক প্রকাশনীর টা আমার পছন্দ হয়েছে।
২) তাফসীর কিতাব নাম
৩) তাফসীর কিতাব নাম
৪) তাফসীর কিতাব নাম
৫) তাফসীর কিতাব নাম