আসসালমুআলাইকুম ওয়া রাহাতুল্লাহ। বেয়াদপি মাফ করবেন শায়েখ ।
১.খুবই লজ্জিত কথাটা বলতে গিয়ে, অনলাইনে একটা সেক্স্যুয়াল গ্রুপ এ কথা বলার জন্য ভয় হয় কোনো কেনিয়া বাক্য হয়েছে কিনা। যেহেতু আমার স্ত্রীর একটু মাসায়েল সম্পর্কে বুদ্ধি আছে , তাই তার অনুমতি নিয়ে তাকে ভালো ভাবে জিজ্ঞাসা করছিলাম এমন বাক্যে কোনো সমস্যা হয় নাকি গো??
স্ত্রী কে বলার পর সে ভীষণ রেগে গিয়ে বলছে তুমি মোবাইল এ খারাপ ভিডিও, দেখলে কেনো? সার্চ করলে কেনো? এইসব কথা শুরু হয়ে যায়। যা জিজ্ঞাসা করলাম সেটা নিয়ে কথা না হয়ে আমি কেনো ওইসব কাজ করেছি তাই নিয়ে ঝামেলা হচ্ছিলো। কথা কাটা কাটি হচ্ছিলো। আমি চাকরির জন্য বাইরে থাকি। স্ত্রী বাড়িতে থাকে। এমনি কথা কাটাকাটি হচ্ছিলো, স্ত্রী কখনও তালাক চাইনি, আমিও কখনো তালাকের বাক্য বলিনি। আমর ভুল এর জন্য স্ত্রী রেগে আমাকে বকা বকি করছিল কিছু কথা বলছিলো।
আমি স্ত্রী জেলাস ফিল করানোর জন্য রেগে বললাম , আমি বাইরে থাকি আমি ইচ্ছা করলে কি খারাপ কাজ করতে পারবনা? । ( অন্য কারো সাতে কথা বলতে পারি, মনে এইরকম ভাবনা ছিল কিন্তু প্রকাশ করিনি)
ততক্ষনাত স্ত্রী ও রেগে বললো,
আমিও খারাপ কাজ করবো। আমি কি পারবোনা খারাপ কাজ করতে বলো ? আমাকে বার বার জিজ্ঞাসা করছে , দিয়ে আমি ভাবছি কি বলবো , ভয় হচ্ছিলো যদি কোনো কেনিয়া বাক্য হয়, সেই ভয় এ কিছু বলতে পারছিলাম না। স্ত্রী বার বার বলার জন্য আমি ভালো করে বললাম " সেটা তোমার রুচি" [ আমি এটা ভেবেই বললাম , একটা বিবাহিত মেয়ে খারাপ কাজ করতে পারে না, সম্পূর্ণটা নিজের পার্সোনালিটি , তাই আমি ওই কথা বলেছি কোনো কেনিয়া বাক্য হিসেবে বলিনি, আর আমার তালাকের কোনো নিয়ত নেই]
[ আমার অন্য ভাবনা হয়েছিল, কিন্তু স্ত্রী পরে বলছে সে খারাপ কাজ বলতে মোবাইল এ খারাপ ভিডিও দেখার কথা বলেছে, ]
শায়েখ এই কথার জন্য কি কোনো তালাক হবে?? স্ত্রী তালাকের অধিকার পাবে?
২. কিছুক্ষন এই ভাবে ফোন এ কথা বলার পর, আমি স্ত্রী কে বলছি আর কথা বাড়িয়ে কি হবে চুপ করো। এই সব বলছি স্ত্রী রেগে কি একটা বললো যে কি করবো আমি রেগে বললাম " তুমি গার মারাও" আমি কথাটা রেগে গালি হিসেবে বলেছিলাম । আমার কোনো তালাকের নিয়ত ছিল না।
এর জন্য কি তালাক হবে??
৩. ভুল বশত , খারাপ সঙ্গী দের পাল্লায় পরে, অনলাইনে এ সেক্স্যুয়াল যে গ্রুপ আছে, সেখানে একে, অন্যের বউ কে নিয়ে সেক্স্যুয়াল কথা বলে। সেখানে কেউ ম্যাসেজ করলো wife shear, দিয়ে কেউ responce করলো দিয়ে তারা হয়ত নোংরা কথা বললো কোনো , তালাকের নিয়ত নেই।
এর জন্য কি কোনো তালাক হবে??