আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
154 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (50 points)
আসসালামু আলাইকুম। অনেকেই আরবি সেভাবে পড়তে পারেন না।অনেকে আছেন বাংলা উচ্চারণ দেয়া থাকলে সেটা দেখে হেল্প নিয়ে তারপর আরবি পড়েন।যারা পড়তে পারেন না,তাদের সুবিধার জন্য আরবির সম্ভব্য বাংলা উচ্চারণ লিখে দেয়া কি গুনাহের কাজ হবে?

যেমনঃ আমি নিজেও আরবিতে ফ্লুয়েন্ট না।অনেক সময় বাংলা উচ্চারণ টা দেখে আরবি হরফ অনুযায়ী উচ্চারন করি।সেক্ষেত্রে আরবিট পড়তে সময় কম লাগে।সহজ হয়।আরবির যে হরফের উচ্চারণ আইন এর উচ্চারণ আ দিয়ে হয় না,এ বিষয়ে অবগত।

আমি আসলে জানতে চাচ্ছি বাংলার সহায়তা নিয়ে আরবি টা উচ্চারণ এবং অন্যদের সহযোগিতার জন্য বাংলা উচ্চারণ উল্লেখ করা যাবে কিনা।এখন বেশিরভাগ বইতে বাংলা সম্ভব্য উচ্চারণ না উল্লেখ করা বাদ দিয়ে দিয়েছে।এতে করে সমস্যা হলো মানুষ আরবি পড়াই ছেড়ে দিয়েছে।সম্ভব্য উচ্চারণ দেয়া থাকলে আমি নিজেও তো সেই সম্ভব্য উচ্চারণ এর সাহায্য নিয়ে আরবিতে পড়তাম।সম্ভব্য উচ্চারণ উল্লেখ করা কি গুনাহের কাজ?যারা ভুল পড়বে সেটা দেখে তাদের কি গুনাহ হবে যদি আমি উল্লেখ করে দেই?

কারন আমি তো উল্লেখ করব যাতে সহজ হয় পড়তে সে নিয়তে।তাদের ভুল পড়ার গুনাহ তো আমি বা যে সম্ভব্য উচ্চারণ উল্লেখ করবে তার হওয়ার কথা না।আমি নিজেও তো বেশি কিছু দুআ মুখস্থ করেছিলাম বাংলা দেখে,সেগুলো দেখতে দেখতে আরবি উচ্চারণে পড়তে পারি আলহামদুলিল্লাহ।
এ বিষয় টা জানানোর অনুরোধ।

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত,
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " «الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ» " مُتَّفَقٌ عَلَيْهِ
রাসূলুল্লাহ সাঃ বলেন, কুরআন সম্পর্কে বিজ্ঞজনদের হাশর হবে, আ'মলনামা লিখক পবিত্রতম ফিরিস্তাদের সাথে। আর যে ব্যক্তি কোরআন পড়তে আটকে যায় এবং এমন অবস্থায় সে কুরআনকে পড় যে, কুরআনের উচ্ছারণ তার জন্য কষ্টকর লাগে।সে ব্যক্তি দু'টি সওয়াব পাবে।(প্রথম সওয়াব পাবে পড়ার জন্য এবং দ্বিতীয় সওয়াব পাবে কষ্ট করে পড়ার জন্য)(মিশকাতুল মাসাবিহ-২১১২) দেখুন-(মাওসুাতুল ফেকহিয়্যাহ-১০/১৭৮)

সু-প্রিয় পাঠকবর্গ!
বাংলা ভাষায় বর্ণিত আরবী উচ্ছারণের সাহায্য নিয়ে কুরআন পাঠ করলে এতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 368 views
0 votes
1 answer 194 views
+1 vote
1 answer 171 views
...