হুজুর আসসালামু আলাইকুম
১.শায়েখ হানাফি মাযহাবের অনুসারী কোন মেয়ে ১ম স্বামীর থেকে ৩ তালাক হওয়ার পর, ওলীকে না জানিয়ে কুফু মিলে না এমন কোন ছেলেকে বিয়ে করে, এবং ওলীকে না জানিয়ে তালাক নিলে ১ম স্বামীর জন্য কি সে হালাল হবে?
২.মেয়েটা ২য় বার যাকে বিয়ে করবে সেই স্বামীর সাথে চুক্তি করে যে একবার সহবাস করেই তালাক দিবে, এরপর ২য় বার যাকে বিয়ে করবে সেই স্বামী যদি শুধু সহবাসের লালসায় বিয়ে করে তারসাথে একবার সহবাস হওয়ার পর তালাক দেয়, তাহলে কি বিয়ে এবং তালাক হবে? গোনাহ হবে জানি কিন্তু ১ম স্বামীর জন্য হালাল হবে তো নাকি?
৩. মেয়েটা ১ম স্বামীকে ছাড়া মোটামুটি সহনীয় দুঃখে কষ্টে থাকা সত্ত্বেও যদি এমন হিল্লা বিয়ে করে তালাক নেয় ১ম স্বামীকে পাওয়ার জন্য সেক্ষেএে সে, ১ম স্বামী হার জন্য হালাল হবে?
৪.২য় স্বামী মুসলিম, মোটামুটি দ্বীন মানে, ছাত্র তাই উপার্জন নাই, নিজের নামে কোন সম্পদ নেই কন্তু পরিবারের আছে এমন ছেলে কুফু হবে কিনা?
৪. দেনমোহর নির্ধারণ না করে ইজাব কবুল করে বিয়ে করলে সহিহ হবে? ৫০০/১০০০ টাকা দেনমোহর নির্ধারণ করা যাবে?