একজন হিন্দু ভদ্রলোক তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে স্টাডি করছেন নিজ উদ্যোগে। সব ধর্ম নিয়ে বই কালেক্ট করছেন, সেই ধারাবাহিকতায় এক বা একাধিক ইসলামি বই চাইছেন, যেটা হবে কুরআন রিলেটেড বা কুরআনের অনুবাদ ও ব্যাখ্যা।
তিনি পেশায় একজন শিক্ষক, জ্ঞান, বিজ্ঞান ও যুক্তি উনাকে আকৃষ্ট করবে বলে মনে হচ্ছে।
যেহেতু উনাকে দিলে দুই একটাই দেওয়া যাবে আর তিনি ইসলাম নিয়ে কতটুকু জানেন জানি না। সহজবোধ্য এবং বিধর্মীদের আকৃষ্ট করার মতো কুরআন রিলেটেড সহজ ভাষায় লিখিত কিছু বই সম্পর্কে সাজেশন চাই।
আর বিধর্মীদেরকে কুরআনের আয়াত আছে এমন বই বা কুরআন দেওয়া যাবে কি না? যেহেতু তারা পবিত্রতা অর্জন ছাড়াই স্পর্শ করবে।