আসসালমুআলাইকুম শায়েখ,
১.কোনো ব্যাক্তি যদি বলে অমুক কাজ করা মেয়ে কে বিয়ে করবো না। সেই মেয়ে কে ও বললো অমুক কাজ করলে বিয়ে করবো না। এখন উক্ত মেয়ে কে বিয়ে করতে চাইছে । সে ক্ষেত্রে কি বিবাহ করা যাবে??
২. কোনো ব্যাক্তির সামনে কোনো কথা বলা হয়েছে সেটা যদি শর্ত তালাক এর বাক্য হয়ে থাকে। কিন্তু সে কি বাক্য বলছে সম্পূর্ণ ভাবে মনে নেই। সে ক্ষেত্রে কি তালাক হবে??
যেহেতু সে কি বাক্য বলেছে ভুলে গিয়েছে , যে ব্যাক্তির সামনে বলেছে তাকে যদি জিজ্ঞাসা না করে সে ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে??