আসমাউল হুসনা নিয়ে এরকম শুনেছি, "ফেসবুক/ইউটিউব/গুগলে সার্চ দিলে সহজেই আল্লাহর যে ৯৯ টি নাম চলে আসে সেগুলোর সবগুলো শুদ্ধ নয়, সেগুলো আল্লাহর নাম বলে নয়। বরং আল্লাহর কর্ম/গুন থেকে এই নামগুলো একদল পথভ্রষ্টরা বের করে নিয়েছে। একটি মূলনীতি হচ্ছে - আল্লাহর নাম থেকে গুন বের করা যায় কিন্তু আল্লাহর গুণ থেকে নাম সাব্যস্ত করা যাবেনা।
কিন্তু আসমাউল হুসনাতে আমরা এই নামগুলো পড়েছি, যেমন, আর রফিই, আল আদল, আল খফিদ্ব, আল মাজিদ, আর রশিদ - এই নামগুলো কি তাহলে ভুল? এগুলো কি আসমাউল হুসনার অন্তর্ভুক্ত না?
আসমাউল হুসনা হিসেবে কোন ৯৯ টি নাম শিখব? বলে দিলে উপকৃত হতাম।