আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
আমি শুনেছি সাদাস্রাব লজ্জাস্থানের বাইরে না গেলে ওজু ভেঙে যায় না। কিন্তু এই বাইরে যাওয়াটা মানে কোন অংশে যাওয়া এটা বুঝতে পারছি না। একটু পরিষ্কার করবেন দয়া করে। আমার সাদা স্রাব গায়ে বা কাপড়ে লাগেনা তবে লজ্জাস্থানে যে ছিদ্র আছে সেই ছিদ্রের বাইরে বেরিয়ে আসে। এখন এই বাইরে বেরোনো টা কি লজ্জা স্থানের বাইরে বেরোনো নাকি সাদা স্রাব গায়ে বা পায়ে লাগলে সেটাকে বাইরে বেরোনো ধরব?? আমাকে একটু পরিষ্কার করে বলবেন। সাদা স্রাব লজ্জাস্থানে বাইরে বেরিয়েছে নাকি এটা দেখার জন্য কি পায়জামা চেক করতে হবে?? এর আগে আমি এই ধরনের একটা প্রশ্ন করেছিলাম কিন্তু উত্তরটা বুঝিনি। আমার কোনো রেফারেন্স লাগবে না। দয়া করে একটু নিজ ভাষায় বিষয়টি স্পষ্ট করবেন।