ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) "আমি তোরে তালাক দিমু"।
এই কথা বলার কারণে কোনো তালাক পতিত হবে না।
(২)
হায়েজের সময় হাত মোজা পড়ে আরবী হারফ লিখা যাবে।তবে কুরআনের কোনো আয়াতকে লিখা যাবে না।হ্যা, আয়াতকে ভেঙ্গে ভেঙ্গে লিখা যাবে।
(৩)
নারীদের জন্য নামাযে পা ঢাকা জরুরী নয়, বরং খুলা রাখার অনুমোদন রয়েছে। গায়রে মাহরামের উপস্থিতির আশংকা থাকলে, তখন পা ঢেকে নামায পড়তে হবে।তবে একাকি নামায পড়লে তখন পা ঢাকা বা না ঢাকা উভয়েরই অনুমতি থাকবে।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 405):
"(وللحرة) ولو خنثى (جميع بدنها) حتى شعرها النازل في الأصح (خلا الوجه والكفين) فظهر الكف عورة على المذهب (والقدمين) على المعتمد، وصوتها على الراجح وذراعيها على المرجوح"
(৪) হারাম টাকা থেকে নিজের কাজের বিনিময় গ্রহণ করার সুযোগ রয়েছে।
(৫)
ঐ ফলগুলো নিয়ে যেহেতু অন্য একজনকে দিয়ে দিয়েছেন, যাকে দিছেন, সে যদি গরীব হয়, তাহলে তো কোনো সমস্যাই নেই। তবে সে যদি ধনী হয়, তাহলে ঐ ফলের সমমূল্য সদকাহ করে দিবেন।
(৬) ফাজায়েল আমল ও আহকামে যিন্দেগী বই দুটা পড়া যাবে।