আসসালমুআলাইকুম হুজুর,
আমি একটা প্রাইভেট মেডিসিন কোম্পানি তে কাজ করি, এই কোম্পানি তে ঈদ এর দিন ও ছুটি নেই। আমার স্ত্রী আমাকে ফোন করে বলছে কোম্পানি যে বেতন থেকে কিছু টাকা কেটে নেয়, সেই টা কবে দিবে? আমি বললাম কোম্পানির নিয়ম নাকি পূজো তে সেই টাকা বোনাস হিসেবে দিবে।
দিয়ে আমার স্ত্রী বলছে ঈদ এ বোনাস দিবে না?? আমি বললাম ঈদ এ কোনো ছুটিই তো নেই । ? দিয়ে আমার স্ত্রী বলছে ঈদ এ কোনো ছুটি নেই?? আমি তখন বললাম "" ঈদের দিন কোনো ছুটি মুটি নেই। """
আসলে এই কোম্পানি, ঈদ এর দিন ও ছুটি দেইনা, ঈদ এর বিষয় টা নিয়ে কিছু ভাবেই না, তাই মনে ভাবনা ছিল ঈদ এর দিন ও ছুটি নেই, তাই ঈদ এর বিষয় টা কে বেশী কিছু না ভেবে গুরুত্ব হীন ভাবে আমি বললাম ঈদ এ কোনো ছুটি মুটি নেই। ( আমার ঈদ কে খারাপ উদ্দেশ্য করে কিছু বলার ইচ্ছাই ছিল না, আর আমি ঈদ কে খারাপ উদ্দেশ্য করে কিছু বলিনি। আল্লাহ কসম) কিন্তু এই কথা বলে আমার ভয় হয়ে জাই, শয়তানের পাল্লায় পড় , মনে হলো আমি কি ঈদ নিয়ে কি খারাপ কিছু বললাম, বা মনে কি খারাপ কিছু ভাবনা ছিল এই রকম মনে ভাবনা হলো। আমি কি ঈদ কে ছোটো করলাম এই রকম ভাবনা হলো। আসলে এই কোম্পানি ঈদ এর দিন টা তেও ছুটি দেইনা। এত মূল্যবান দিন । অথচ তারা ঈদ এর দিন টা কে কিছুই মনে করে না ছুটি দেইনা।
আল্লাহ কসম হুজুর ঈদ কে নিয়ে কোনো খারাপ মন্তব্য করতে পারিনা আর এটা করা কখনই সম্ভব না, আর আমি ইচ্ছা কৃত মনে কোনো খারাপ ভাবনা নিয়ে কোনো খারাপ কিছু বলিনি।
শায়েখ আমার ঈমান চলে যাবে না তো??