আসসালামু আলাইকুম, শাইখ একটু পুরাটা পরে উত্তর দিবেন,
আমার বাবার ঢাকা ৬ তালা বাড়ি আছে সাথে কিছু জমি আছে বেশির ভাগ তার কিনা,আমার বাবা ডুবাই ইঞ্জিনিয়ার ছিল,সে যে টাকা কামাই করেছে তা হালাল ছিল আশা করি কিন্তু আমাদের বেংকে টাকা রাখা হত তা সুদের জন্যে নাকি তা আমি জানি না ঠিক তবে কিছুটা সুধ আছে সেটা নিশ্চিন্ত,
আবার আমার মা একটা চাকুরি করে তা অনেকটা সরকারি তার চাকুরির ধরন প্রতিদিন যেতে হয় না, সে জন্ম নিয়ন্রন সংক্রান্ত বিভিন্ন বড়ি,ইঞ্জেকশন,ইত্যাদি সরকারি ঔষধ দেন তার এলাকার মহিলাদেরকে, সাথে স্থায়ি অস্থায়ি জন্ম নিয়ন্ত্রন করান,আমার মায়ের প্রতি মাসে একটা রিপোর্ট দিতে হয় অইখানে কয়টা বরি কয়টা ইঞ্জেকশন দিয়েছে এলাকায় কতজন কি পদ্ধতি নিচ্ছে ইত্যাদি লিখতে হয়,আর অফিস থেকে যে নিদিষ্ট অংক পরিমান ঔষধ আনা লাগে সেটার সাথে মিল রাখতে হয়, কিন্তু যা ঔষধ আনেন সব নেন না মানুষ, মানুষ তাদের প্রয়জন মত নিবে সাভাবিক তাই শেষ হয় না কিন্তু রিপোর্ট দেখায় তা মিথ্যা ই থাকে বেশিড় ভাগ , আবার আমার আম্মু হয়ত পুরোপুরি হক আদায় করেন না যেহেতু কেবল সমস্যা হলে এলাকায় ডিউটি করেন
বারি + যায়গা বানাতে আব্বু আম্মুর ২ জনের ইনকাম+ কিছু জমি বিক্রি+ কিছু ঋন(ভারা থেকে দিয়েছে)+ সুধের টাকা লাগিয়েছ, এখন প্রশ্ন
১/ আমার আম্মুর সব টাকা কি হারাম যেহেতু রিপোর্ট মিথ্যা থাকে
২/ আমার আম্মুর অনেক টাকা বাড়ি বানাতে লেগেছে হয়ত + তারা আগে সুধের ব্যাংকে টাকা রেখেছে কিনা আমি জানি না, যদি রাখেও তাহলে কি আমাদের এই বাড়ি আমার জন্যে হারাম হবে এবং এই বাড়ির ভারা কি হারাম হবে?
৩/ আমি আর আমার জামাই কি তাহলে কিছু ভোগ করতে পারব না তাদের? সেটা কি হারাম খাদ্য ভক্ষন করা হবে?