আসসালামু আলাইকুম উস্তাদ।
আমার প্রথম প্রশ্ন হল ব্যবসা সম্পর্কিত, ওস্তাদ এফিলিয়েট মার্কেটিং করা হালাল কিনা ?
আমার দ্বিতীয় প্রশ্ন হল, একদিন আমার স্বামীর সাথে আমার ঝগড়া বাজে তখন সে আমাকে বলে আমাদের ভিতরে কিন্তু সবকিছু ডিসমিস হইয়া যাইবে। পরে অন্য সময় আমি বলেছি যে,, """ দেখো গত বাড়ির বউরা হাজবেন্ডদের উপরে কর্তৃত্ব ফলায় এমন টাইপ একটা কথা বলছিলাম সেই কথার রিপ্লাই তে সে আমাকে বলছে তাহলে তো """আমি সংসার করবো না বা করতেছি না""" এই কথার মাধ্যমে কি আমাদের বৈবাহিক সম্পর্কে কোন প্রভাব পড়েছে?
তৃতীয় প্রশ্নটি হল আজকের ঘটা একটি ঘটনা, আমি বাহিরে গেছি তখন আমার স্বামী বাসায় চলে আসে এবং আমাকে না পাওয়ায় অনেক রাগ হয়ে যায়। পরে বাসায় আসলে তিনি আমার সাথে ডাকাডাকি করেন। এবং তিনি আমাকে বলেন, ""তুই কি ছাড়া ভিটার গরু হতে চাও? তাইলে বল আমি রশি ছাইড়া দেই না যেন বলছে আমি কি রশি ছাইড়া দিছি? তুই কি চাস বল ? তাহলে আমি আর খুটা গাড়বো না।
তারপর আবার বলছে,"" তুই আমারে বইলা দে তাহলে আমি সইরা যাই""
কিছুক্ষণ পর উনি আমাকে বলেন,, ** তুই বাসা থেকে বের হলে অথবা এইটা বলছে যে তুই আমার অনুমতি ছাড়া বের হলে তোর সাথে এককালীন চুক্তি হইয়া যাইবে**
এখন ওনার এই কথার মাধ্যমে কি আমি বাসা থেকে বের হওয়ার সাথে সাথে তালাক পতিত হয়ে যাবে? এখন আমার তো অনেক জরুরী কাজ থাকতে পারে আপনি কি আমি বের হবো না? কালকে সকালেও তো আমাকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হতে হবে এখন আমার কি করনীয়?