প্রিয় মুফতি সাহেব,
আমি একটা বিষয় নিয়ে একটু পেরেশানিতে আছি। আমি এখনো অবিবাহিত। সম্ভবত ২০১৮ সালের দিকের ঘটনা। আমার স্পষ্ট কিছু মনে নেই। সম্ভবত আমার মা আমাকে বলেছি যে, তোমাকে যদি বিয়ে করাই তাহলে তোমার বউ এসে আমাকে অত্যাচার করবে, ভালো ব্যবহার করবে না। ইত্যাদি। তখন আমি বলে ছিলাম যে, আমার বউ এমন করলে তাকে বাপেরবাড়ি রেখে আসবো। এখানে বাপের বাড়ি রেখে আসা দ্বারা তালাকের কোন কিছু বোঝায় নি। আসলে যেহেতু ঘটনাটা অনেকদিন আগের তাই স্পষ্ট ভাবে তেমন কিছুই মনে নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে
১) এমতা অবস্থায় আমার বিয়ে করতে কোন সমস্যা আছে কিনা?
২) বিয়ের পরে নতুন কোন শর্ত আরোপিত হবে কিনা?