ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাব
আল্লাহ তায়ালা বলেন-
وَمَا
يَنطِقُ عَنِ الْهَوَىٰ
- إِنْ
هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ
এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না। কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়। সূরা নাজম, আয়াত নং- ৩-৪
হাদীস শরীফে এসেছে-
حَدَّثَنَا
عَلِيُّ بْنُ الْجَعْدِ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي
مَنْصُورٌ، قَالَ سَمِعْتُ رِبْعِيَّ بْنَ حِرَاشٍ، يَقُولُ سَمِعْتُ عَلِيًّا،
يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَكْذِبُوا عَلَىَّ،
فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَلِجِ النَّارَ
আলী (রাঃ) থেকে বর্ণিত: তিনি বলেন,
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা আমার
উপর মিথ্যারোপ করো না। কারণ আমার উপর যে মিথ্যারোপ করবে সে জাহান্নামে যাবে। সহীহ
বুখারী- ১০৬ হাদিসের মান : সহিহ হাদিস
★
সু-প্রিয় প্রশ্নকারী
দ্বীনী ভাই/বোন!
আপনার প্রশ্নটা অস্পষ্ট। আপনার শুধু এতটুকু কথা দিয়ে হাদীস
বের করা খোঁজা কঠিন। তাই বিস্তারিত উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। সুতরাং আপনি দয়া করে উক্ত বক্তব্যের আরবীটা উল্লেখ করুন।