ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিয়েতে দু'জন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ ও দুইজন মহিলা সাক্ষী থাকতে হবে,নতুবা বিয়েই হবে না।পুরুষ ব্যতীত শুধামাত্র মহিলাদের সাক্ষ্য দ্বারা বিয়ে সংগঠিত হবে না।হিজড়া সাক্ষী হিসেবে থাকতে পারবে।তবে তারা মহিলাদের মত দু'জন একজন পুরুষের সমকক্ষ হবে। দুইজন হিজড়ার সাথে একজন পুরুষ সাক্ষী থাকতে হবে।নতুবা বিয়ে হবে না।
لما في الفتاوى الهندية -ج:١،ص:٢٦٧(نسخة شاملة)
كَذَا فِي الْخُلَاصَةِ وَيُشْتَرَطُ الْعَدَدُ فَلَا يَنْعَقِدُ النِّكَاحُ بِشَاهِدٍ وَاحِدٍ هَكَذَا فِي الْبَدَائِعِ وَلَا يُشْتَرَطُ وَصْفُ الذُّكُورَةِ حَتَّى يَنْعَقِدُ بِحُضُورِ رَجُلٍ وَامْرَأَتَيْنِ، كَذَا فِي الْهِدَايَةِ وَلَا يَنْعَقِدُ بِشَهَادَةِ الْمَرْأَتَيْنِ بِغَيْرِ رَجُلٍ وَكَذَا الْخُنْثَيَيْنِ إذَا لَمْ يَكُنْ مَعَهُمَا رَجُلٌ هَكَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ.
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি বিয়েতে সাক্ষী থাকে,তাহলে ভুল মহর উল্লেখ করার কারণে বিয়ে অশুদ্ধ হবে না।বরং বিয়েটা শুদ্ধ হয়ে যাবে। যদি বিয়ের সময় স্বামী স্ত্রী মহর সম্পর্কে কোনো আলোচনা না করে, তাহলে এক্ষেত্রে মহরে মিছিল ওয়াজিব হবে। পূর্বের মহর যে ৫০ হাজার ছিলো, সেটা ওয়াজিব হবে না।