আস সালামু আলাইকুম উস্তাদ,
আমার মা একটা স্বপ্ন দেখেছেন যে তিনি তার মাকে গোসল করাচ্ছেন এবং নানুও বলেছেন যে হ্যাঁ ভালো করে গোসল করিয়ে দাও..
উল্লেখ্য আমার নানু অসুস্থ, বিছানায় পরেন নি তবে নানুর গুরুতর অসুস্থতা সবসময় লেগেই থাকে, নানাভাই মারা যাওয়ার পরে নানু প্রায়ই স্বপ্ন দেখেন নানাভাই তাকে নিতে এসেছেন,নানুর ভাই তাকে নিতে আসছেন এরকম । আবার কয়েকদিন যাবৎ নানুকে আমরা দেখতে যাবো এমন কথা হচ্ছে, নানু আমাদের তার বাসায় যেতে বলছেন।
প্রশ্ন১) এই স্বপ্ন এর ব্যাক্ষা কি হতে পারে উস্তাদ?
প্রশ্ন ২) সাদা স্রাব যদি লজ্জাস্থান থেকে বাহিরে বের না হয় ভিতরেই থাকে অর্থাৎ লজ্জাস্থানের বাহির থেকে কিছুই দেখা যায় না+ হাত দিয়ে স্পর্শ করলেও কোনো ভেজা ভাব লাগে না+পায়জামায় ও কিছুই লাগে না.. কিন্তু যদি আঙ্গুল ভিতরে প্রবেশ করানো হয় তাহলে আঙ্গুলে স্রাব লাগে( যা স্বাভাবিক আমার কাছে মনে হয় কারণ এটা একটু পর পর বের হয় কারণ এই স্থান কখনো একদম শুকনো থাকে না, কেমন ভেজাই থাকে ) তাহলে এই সাদা স্রাব বের হওয়ার জন্য কি আমার অজু ভাঙবে উস্তাদ?
যদি না ভাঙ্গে ( কারণ আমি অনেককে জিজ্ঞাসা করেছি তারা না উত্তর দিয়েছেন), অনেক বোনেরা আছেন যারা সাদা স্রাব এর জন্য মাজুর কি না পরীক্ষা করার জন্য লজ্জাস্থানের ভিতরে টিস্যু/ কাপড় দিয়ে রাখেন, এতে করে ওই স্বাভাবিক পরিমাণ স্রাবের জন্য যাতে ওযু ভাঙ্গে না তাতেও নিজেকে মাজুর ধরে নেন, যা আমি নিজেও করেছি।
প্রশ্ন ৩) তাই উস্তাদ আপনিও যদি না উত্তর দেন তাহলে আমি কি এই উত্তরটা শেয়ার করতে পারি?
উস্তাদ এই ভিডিও টা একটু কষ্ট করে দেখিয়েন, আমি নিজেও আর্টিফিয়াল মেহেদী ( কাভেরি) কাগজে লাগিয়ে দেখেছি তার ভিতর দিয়ে পানি গিয়েছে অনায়েশে...
https://youtu.be/thaqhRozsNA
প্রশ্ন ৪) উস্তাদ তাহলে কি এই মেহেদী গুলো লাগতে পারবো?
৫) পাত্রপক্ষ দেখতে আসলে কি মেয়েকে দুই দফায় দেখতে পারবে অর্থাৎ জোহরের সময় আসলো মাঝে আসরের ওয়াক্ত হয়ে গেল। আসরের নামাজ পড়ার জন্য তিনি বের হয়ে গিয়ে আবার ফেরত আসলেন, তখন কি তাকে আবার চেহারা দেখানো জায়েজ হবে?
৬) এক পাত্র কি দুইবার চেহারা দেখতে পারবে ভিন্ন ভিন্ন দিনে?
৭) চুল এবং চোখের পাপড়ি কি কি সাময়িক সময়ের জন্য স্ট্রেট (সোজা) বা কার্ল (বাঁকানো) করা যাবে? যা পানি লাগলে অথবা একদিন পর এভাবেই নষ্ট হয়ে যাবে?
নেটে hair straightener, eyelash curler লিখে সার্চ দিলেই মেশিন গুলো দেখতে পারবেন উস্তাদ।
৮) চোখে নকল পাপড়ে নকল নখ লাগানো কি জায়েজ? স্বামীর কাছে সুন্দর লাগার জন্য কি করতে পারব?
৯) আমার নানু, ছোটবেলা থেকে তাকে দেখে আসছি তিনি আল্লাহ ভীরু মানুষ। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়করি । এছাড়া তিনি আল্লাহর উপর ভরসা রাখেন , যা হোক আমাদের স্বাভাবিক নানি দাদীদের মতোই আর কি। তিনি একবার স্বপ্নে একটি চিকিৎসার খোঁজ দেখেছেন তারপর তিনি একটা আংটি বানিয়েছেন সেই আংটি থেকে কেটে নিয়ে ব্যবহার করে অনেকের বাচ্চা হওয়ার সমস্যা দূর হয়েছে। এছাড়াও তার লজ্জাস্থানের একটি রোগ ছিল সেটি নাকি একদিন আল্লাহর কাছে দোয়া করতে করতে পরের দিন সকালে দেখেন অলৌকিকভাবে ঠিক হয়ে গিয়েছে(সম্পূর্ণই না, তবে অনেকটাই)। মূলত তিনি লজ্জা থেকেই এই কঠোরভাবে দোয়া করেছিলেন।
আমার নানুর জন্য কি এই কাজগুলো করা জায়েজ ওস্তাদ?
১০) পায়খানার রাস্তার ফিশার কাটানোর জন্যও তিনি একটি মন্ত্রের মত জানেন এটা পড়া কি জায়েজ হবে ওস্তাদ?
কথাটি হলো:
হাজেরা নাজির বড় নালে হয় যেই নালে উপস্থিত সেই নালে ক্ষয়।