ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলার বাণী
وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ ۚ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ
আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস কর, তবে তারা বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম। আপনি বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তাঁর হুকুম আহকামের সাথে এবং তাঁর রসূলের সাথে ঠাট্টা করছিলে?
لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُم بَعْدَ إِيمَانِكُمْ ۚ إِن نَّعْفُ عَن طَائِفَةٍ مِّنكُمْ نُعَذِّبْ طَائِفَةً بِأَنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ
ছলনা কর না, তোমরা যে কাফের হয়ে গেছ ঈমান প্রকাশ করার পর। তোমাদের মধ্যে কোন কোন লোককে যদি আমি ক্ষমা করে দেইও, তবে অবশ্য কিছু লোককে আযাবও দেব। কারণ, তারা ছিল গোনাহগার।(সূরা তাওবাহ-৬৫-৬৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ইসলাম নারী ও পুরুষদেরকে আলাদা করা ফরজ করেছে। এটা জানা সত্বেও যদি কেউ ফ্রিমিক্সিং কে ভালো ও উত্তম মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে।
(২) কম বয়সে বিয়ে করা খারাপ এটা বলাও কুফরী।
(৩)কুরআন এর কিছু শব্দ হতে যেসব নাম এসেছে ওগুলো নিয়ে ঠাট্টা তামাশা করা কুফরি হবে না।তবে যদি কুরআন থেকে এসেছে, সেইজন্য ঠাট্টা করা হয়, তাহলে ঈমান চলে যাবে।
(৪) পবিত্র পাপী শব্দটি ঠাট্টা করে ব্যবহার করেন, এতো যদি ইসলামের বিধান পবিত্রতাকে নিয়ে ঠাট্টা করা না হয়, তাহলে কুফরি হবে না।