https://ifatwa.info/79539/?show=79569#a79569
আসসালামু আলাইকুম শায়েখ, উক্ত বোনের প্রশ্ন।
আসসালামু আলাইকুম, শায়েখ আমার রমজানের পর জীন, জাদুর সমস্যার জন্য পিরিয়ড অফ হয়ে যায়।
এরপর আগস্ট মাসে ১ তারিখ মাগরিব / আছরে ওয়াক্তে সাদা স্রাবের সাথে কালো তিলের মত এক ফোটা কালো রক্ত টাইপ আসে। কিন্তু পুরোপুরি ব্লাড আসেনি।
২ তারিখ - সকালেও ৯টার পর একই যায়।হালকা পরিবর্তনশীল বা হলুদ রঙ এর স্রাব ও সেই রক্তের ফোটা।
৩ তারিখ - সকালে লালস্রাব যায় হালকা খয়েরি রঙ য়ের পানির মত। লিকুইড। যা পিরয়ড শুরু ধরে নি।
এভাবে জমাট বাধা রক্ত যায় আর অফ হয় এরকম।
৮ তারিখ- সকালেও স্রাব সাদা আসেনি। আমি যেহেতু সাদাস্রাবের পেশেন্ট তাই স্রাব সাদা না হওয়া অব্দি অপেক্ষা করি।
দুপুরে- ২ টা করে সাদাস্রাব দেখি তখন ফরজ গোসল করে নি।
এর আগের দিন স্রাব বন্ধ ছিল। রক্ত বন্ধ ছিল। স্রাব হালকা হলুদ বা ঘিয়া টাইপের ছিল৷ তবে সাদাস্রাব না আসায় অপেক্ষা করেছিলাম।
আমার মাসিক সাধারণ হিশেবে ৭ দিন ধরি। কিন্তু জীন,জাদুর সমস্যার দরুন এখন কখনো ৬ দিন,কখনো ৮ দিন, কখনো ১০ দিনও অপেক্ষা করি। ঠিক নেই গত ২/৩ বছর থেকে।
এখন আবার ১৫ তারিখ থেকে গাঢ় লাল স্রাব যায় যা অনেকটা কালো চামড়ার মত।
১৬ তারিখ সকালেও যায়।
যেহেতু ২ হায়েজের মধ্যবর্তী পবিত্রতার সময় ১৫ দিন হয় তাই ইস্তিহাজা ধরে নামাজ পড়ে যাচ্ছি। আর রক্তের গন্ধ ইস্তিহাজার মতই। হায়েজের রক্তের মত গন্ধ নেই।
এখন আজ ২৩ তারিখ অব্দি একই যাচ্ছে। আবার ২৩ তারিখ পিরিয়ড শুরুর দিনগুলার মত খয়েরি পানি যাচ্ছে এখন।
১/
এখন যেহেতু ১৫ দিন হয়ে গেছে। আগামী দিনগুলোয় স্রাব আসলে কি হায়েজ ধরবো? কিন্তু ব্লিডিং ত হয়না ওরকম। হায়েজের মত রক্তও নয়।
২/ যদি হায়েজ ধরে নামাজ অফ করি তখন যদি আবার রক্ত ৩ দিনের কম গিয়ে অফ হয় তখন কি ইস্তিহাজা ধরে নামাজ কাজা করবো?
৩/ যদি ৩ দিনের বেশি যায় তখন কি হায়েজ ধরবো?
৪/
কিন্তু যেহেতু এ ইস্তিহাজা জীনের আঘাতজনিত কারণে হচ্ছে। জীন চালাকি করে আঘাত বন্ধ করে দেয় অনেক সময় ৩ দিন হয়ার আগে। আবার অনেক সময় ৩দিনের বেশি গিয়ে হায়েজ ধরে অফ করলে আবার পরবর্তী মাসের ১ তারিখে রক্ত আসে।
তখন আবার ১ সেপ্টেম্বর রক্ত আসলে কি ইস্তিহাজা ধরবো নাকি ওটা হায়েজ?
( আগের বছর গুলোর অভিজ্ঞতা থেকে এরকমই দেখেছি শায়েখ। তাই অগ্রীম প্রশ্ন করা।)
জাজাকাল্লাহ খাইরান।