আসসালামু আলাইকুম।
আমার বিয়ের ২ বছর ১ মাস। বিয়ের যখন ৯ মাস ছিলো তখন আমি আমার স্বামীকে বলেছিলাম আমাকে তালাক দিয়ে দিতে, বাট তিনি দিতে চান নাই। (কারণটা ব্যক্তিগত হতাশা ও প্রেগন্যান্সি কালীন ডিপ্রেশন)।
তারপর আমি অনেক জোরাজুরি করার পর তিনি বলেন, "আচ্ছা, আজকে থেকে আমি সেপারেট হয়ে গেলাম, আপনি আপনার মতো থাকেন, তবে আমি আপনাকে ছাড়তে চাই নি, চাই-ও না, এখনো চাই না। আমার আর কোনো আদেশ পাবেন না, পারমিশন লাগবে না, যোগাযোগও হবে না। কাগজে কলমে লিখিত চাইতে আপনার ফ্যামিলিকে আসতে বলবেন আর যদি আপনি থাকতে চান তাহলে আমার সাথে সংসার করেন, আপনার যেটা মন চায় সেটা করেন।" তখন আমি বলছিলাম, "সেপারেশন হইলেও আপনি আমার স্বামী থাকবেন, আমি চাই আপনার প্রতি আমার বা আমার প্রতি আপনার আর কোনো অধিকার যাতে না থাকে" তখন তিনি বলেছিলেন, "এটাকে সেপারেশন-ই বলে"
তিনি "তালাক" শব্দটি উচ্চারণ করেন নাই। আমার সাথে মেসেজে কথা হয়েছিলো তাই যা বলেছিলো তার সবকিছু এখানে লিখে দিয়েছি। এমতাবস্থায় আমাদের কি তালাক হয়ে গিয়েছে নাকি আমরা এখনো স্বামী-স্ত্রী আছি? অনুগ্রহ করে জানাবেন।