আসসালামু আলাইকুম
১) শুধু সালিম নামের অর্থ কি?
২) পূর্বের নং ফতোয়ায়ঃ
বাছিলুন এবং সুজাউন মানে বীর।
কওিয়্যুন,শাদিদুন,মাতিনুন মানে শক্তিশালী।
কওিয়্যুন,কাদিরুন,জাব্বারুন মানে ক্ষমতাধর।
নামের অর্থ দেয়া হয়েছে। এখন এসব নাম কি মানুষের নাম হিসেবে ব্যবহার করা যাবে?
২.১) আমি সচরাচর মানুষের নামগুলো দেখে থাকি অনেকটা এরকম জব্বার, সাজিদ, কাদের, সুজন। কিন্তুু (২) নং এ দেখা যাচ্ছেন প্রত্যেকটি নামের শেষে (উন) যুক্ত আছে। কিন্তুু সচরাচর মানুষদের নামের শেষে (উন) যুক্ত থাকে না। তাই নাম গুলো কি রাখলে কি জাব্বারুন রাখতে হবে নাকি জব্বার রাখতে হবে?
৩) নাম রাখার পর সবাইকে কি নতুন নাম সম্পর্কে জানাতে হবে? আমার পূর্ব থেকেই কিছু নাম আছে।
জাযাকাল্লাহু খাইরান