আসসালামু আলাইকুম হযরত
আশা করছি আল্লাহর রহমতে ভালই আছেন
১. টাইলস এর উপরে বাচ্চার প্রস্রাব পড়লে কিভাবে পবিত্র করবো নামায পড়ার জন্য? নাকি শুকিয়ে গেলে নামায পড়া যাবে? শুকিয়ে গেলে জায়নামাজ বিছিয়ে নামায আদায় করা যাবে?
২. বাচ্চার প্রস্রাব যদি কাপড়ে পরে,তাহলে তা একটা কয়েন এর সমান না হলে কি নামায পড়া যাবে,নাকি ২-৪ফুটা পরলেই ধুতে হবে?
৩. আইওএম এ পড়েছিলাম, কিন্তু ভুলে গেছি। নাপাকি যদি একটা সিকি/কয়েন এর সমান না হয়,তাহলে নামায হয়ে যাবে। এইটা ঠিকমতো মনে নেই। এই কয়েন এর মাসয়ালা টা যদি বুঝিয়ে দিতেন। বাচ্চার প্রস্রাবের সাথে কি এই মাসয়ালা যাবে?
৪. বিতির নামাযে দোয়া কুনুত এর পরিবর্তে (রব্বানা আতিনা ফিদ্দুনইয়া) পড়া যাবে মাঝেমাঝে,যদিও দোয়া কুনুত মূখস্ত আছে।
৫. বিতিরের নামায আদায় করার সময় হঠাৎ পায়ের কাছে একটা তেলাপোকা চলে আসে। আমি এইগুলা ভয় পাই। তাই ভয় পেয়ে একটি পা ঝট করে সরিয়ে ফেলি,অপর পা জাগায় ছিল। এর জন্য কি সাহু সিজদাহ ওয়াজিব হয়েছে? অবশ্য সাহু সিজদাহ দিয়েছিলাম।