ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ -: " «يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ وَارَتْقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا، فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا» " رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ.
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুরআন পাঠকারীকে কিয়ামতের দিন বলা হবে, পাঠ করতে থাকো আর উপরে উঠতে থাকো। (অক্ষরে অক্ষরে ও শব্দে শব্দে) সুস্পষ্টভাবে পাঠ করতে থাকো, যেভাবে দুনিয়াতে স্পষ্টভাবে পাঠ করতে। কারণ তোমার স্থান (মর্যাদা) হবে যা তুমি পাঠ করবে শেষ আয়াত পর্যন্ত (আয়াত পাঠের তুলনাগত দিক থেকে)। (আহমদ, তিরমিযী, আবূ দাঊদ, নাসায়ী)(মিশকাত-২১৩৪)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5024
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুরআন হিফজ করার ফযিলত অপরিসীম। আল্লাহর কাছে ছেলের জন্য দু'আ করুন। ছেলের প্রতি লক্ষ্য করে দেখুন, সে কি হতে চায়, সে যদি কিতাবি লাইনে পড়তে চায়, তাহলে কিতাবি লাইনে নিয়ে আসুন। প্রথমত তার অন্তরে হিফজের গুরুত্ব ও মাহাত্ম্য নিয়ে আসার চেষ্টা করুন।আখেরাতের আলোচনা তার সামনে বেশী বেশী করুন।নিজের বাসাকে সম্পূর্ণ ইসলামী পরিবেশে সাজিয়ে তুলুন। ছেলেকে মুবাইল থেকে দূরে রাখার চেষ্টা করুন। ঘরের সবাইকে নিয়ে ইসলাহি মজলিস করুন।আল্লাহ আপনার ছেলেকে আলেম হাফেজ হওয়ার তাওফিক দান করুক।আমীন।