গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদত। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মহিলা সংস্থা। তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্দোক্তাদের বিকাশ সাধনের প্রকল্পের আওতায় বিদেশিরা টাকা দেয়। পাঁচ,ছয়টা বিভাগে কাজ শিক্ষায়। বিজনেস ম্যানেজমেন্ট,ইন্টোরিয়ার ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট(ফুল বানানোর কাজ),সেলাই কাজ, ইত্যাদিতে ট্রেনিং করিয়ে ৪০দিনে ৬০০০টাকা ৮০দিনে ১২ হাজার টাকা দেন।এখানে কি ট্রেনিং নিয়ে টাকা নেওয়া যাবে।(অনেকে কাজ পত্র থেকে নাম পরিবর্তন করে বার বার ট্রেনিং টাকা নেন) এটাও কি ঠিক। ২। বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প। এখানে আমি ২০১৮ সালে সদস্য হয়েছিলাম তকন আমি এত কিছু বুঝিনি উস্তাদ। এখানে বালয়বিবাহের কুফল, নারী পুরুষ বৈষম্য, নারী নির্যাতন, দূর্যোগ বয়বস্থাপনা,ইত্যাদি বলে ব্লক বাটিক,সেলাই কাজ, কম্পিউটার কাজ,হাঁস মুরগী, চাগল পালন ইত্যাদি ট্রেনিং দিয়ে ১৬০০০টাকা দিয়েছেন আমাদের কানাডারা এবং ট্রেনিং এর সময় খাবার দেন। এখন এ টাকা কি নেওয়া জায়েজ হয়েছে। যদি জায়েজ না হয় টাকা কি ফেরত দিতে হবে। এই প্রকল্প আজ শেষ । যদি পেরত দিতে হয় গরীবদের দিলে হবে,আর অল্প অল্প করে দিলে হবে।