শায়খ, ইউটিউবে এখন বাধ্যতামূলক বিজ্ঞাপন দেখায়,আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও, এমনকি মনিটাইজেশন অন না থাকলেও। অনেক দিন আগে শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ এই আলেম এর একটা ফতুয়া শুনেছিলাম যে, অচিরেই ইউটিউব বাধ্যতামূলক বিজ্ঞাপন চালাবে, যদি এটা চালু হয়ে যায়, তখন এর ইনকাম হালাল হবে, শায়খ এটা করতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়, এর বাইরে জীবিকা নির্বাহের জন্য অন্য কাজ করা খুবই কষ্টসাধ্য, তাই আমি আরো ক্লিয়ার হতে চাচ্ছি, ইউটিউব এর বর্তমান বিজ্ঞাপন এর নিয়ম অনুযায়ী আমাদের ইনকাম কি হালাল হবে? উত্তরটি জানলে, আমি সহ অনেক ইউটিউবার ভাই উপকৃত হতো, জাযাকাল্লাহু খইরন।