ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) মুরুব্বীদের সমর্থনে স্ত্রী তালাকের মালিক হয় না। বরং স্বামী যদি স্বেচ্ছায় তার স্ত্রীকে তালাকের অধিকারী বানিয়ে দেয়,তাহলে তখনই স্ত্রী তালাকের মালিক হবে।
(২) স্বামী তার স্ত্রীকে এক তালাকের মালিক বানিয়ে দিলে স্ত্রী এক তালাক দিতে পারবে।আর একাধিক তালাকের মালিক বানিয়ে দিলে তখন স্ত্রী একাধিক তালাক দিতে পারবে।
(৩) কাবিন নামা আগে হোক বা পরে হোক, স্বামী স্বতঃ স্পূর্ত ভাবে স্ত্রীকে তালাকের অধিকার না দিলে স্ত্রী কখনো তালাকের অধীকারী হবে না।
(৪) নিকাহনামা ১৮ তে যদি " হ্যা" অথবা "না "কোনোটাই না লিখে ।শুধু লিখে দেয় প্রচলিত নিয়ম। তাহলে শুধুমাত্র এদ্বারা স্ত্রী তালাকের অধিকার পাবে না। লিখারও প্রয়োজনিয়তা নাই,বরং স্বামী তালাকের অধিকার দিয়ে দিলে স্ত্রী এমনিতেই তালাকে মালিক বনে যাবে।
(৫) নিকাহনামা এর। 18 ও 19 নং কিছু লিখা না হয়। লেখা বাদ দিয়ে যদি রেজিস্ট্রি হয়। তাহলে তো স্ত্রী অধিকার পাবেই না।
বিঃদ্রঃ
আপনার ইসলামী জ্ঞান শূণ্যর কোঠায় মনে হচ্ছে।দয়াকরে ফরয পরিমাণ ইলম শিখার চেষ্টা করুন।আল্লাহ আপনাকে তাওফিক দান করুক।