আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত।
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ قَالَ أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন খাদ্যবস্তু ক্রয় করে, যেন তা কবজা করার আগে বিক্রয় না করে(সুনানু নাসায়ী-৪৫৯৬)
عن ابْنِ عَبَّاسٍ، قَالَ: أَمَّا الَّذِي نَهى عَنْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَهُوَ الطَّعَامُ أَنْ يُبَاعَ حَتَّى يُقْبَضَ قَالَ ابْنُ عَبَّاسٍ: وَلاَ أَحْسِبُ كُلَّ شَيْءٍ إِلاَّ مِثْلَهُ
ইবনু ’আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, তা হল অধিকারে আনার পূর্বে খাদ্য বিক্রয় করা। ইবনু ’আব্বাস (রাঃ) বলেন, আমি মনে করি, প্রত্যেক পণ্যের ব্যাপারে অনুরূপ নির্দেশ প্রযোজ্য হবে।
(সহীহুল বুখারী, পৰ্ব ৩৪: ক্ৰয়-বিক্ৰয়, অধ্যায় ৫৫, হাঃ ২১৩৫; মুসলিম, পর্ব ২১: ক্ৰয়-বিক্ৰয়, অধ্যায় ৮, হাঃ ১৫২৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই,
শরীয়তের একটি বিধান হলো আপনার নিকট পন্য না থাকাবস্থায় অন্যের সাথে বিক্রয় চুক্তি করতে পারবেন না। এবং মাল ক্রয় করে কবজা করার পূর্বে অন্যত্র বিক্রয় করতেও পারবেন না।
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যারা এভাবে এমবি/মিনিট ক্রয় বিক্রয় করছে,কোম্পানির এস আর ব্যাতিত কাহারো ইনকামই জায়েজ হবেনা।
এক্ষেত্রে সকলের ইনকাম বৈধতার পদ্ধতি দুটি হতে পারে।
এক, কোম্পানির পক্ষ থেকে নিয়মতান্ত্রিক এজেন্ট হয়ে কমিশন ভিত্তিতে এমবি বিক্রয় করতে পারবে, যদি কোম্পানি তাকে তাদের এজেন্ট নিয়োগ করে। বা তার সাথে তাদের এই চুক্তি হয়।
দুই, কোম্পানির এস আর থেকে যে এমবি ক্রয় করলো,তার মোবাইলে/আন্ডারে এমবি চলে আসতে হবে, এবং এর যাচ্ছেতাই ব্যবহার ও বিক্রয়ের অধিকার তার থাকতে হবে। সে কাহারো কাছে বিক্রয় করতে চাইলে সে নিজেই যেনো বিক্রয় করতে পারে,কোম্পানির এস আর কে যেনো নাম্বার দিতে না হয়।
এভাবে তার কাছ থেকে যে ক্রয় করবে,তার মোবাইলে/আন্ডারে এমবি চলে আসতে হবে,এবং এর যাচ্ছেতাই ব্যবহার ও বিক্রয়ের অধিকার তারও থাকতে হবে। সে কাহারো কাছে বিক্রয় করতে চাইলে সে নিজেই যেনো বিক্রয় করতে পারে,কোম্পানির এস আর বা সে যার থেকে ক্রয় করেছে,তাকে যেনো নাম্বার দিতে না হয়।
এভাবে তার কাছ থেকে অন্য কেউ ক্রয় করলে তারও উপরে উল্লেখিত পদ্ধতির ন্যায় মালিকানা হতে হবে।