আসসালামু আলাইকুম,
নিচের হাদিস দুইটির আরবি চাই। যদি হাদিসের কিতাব থেকে হাদিস দু্ইটির আরবিটা বলে দিতেন তাহলে উপকার হতো।
হাদিস(১)-
হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত-
যখন শবে কদর হয় তখন জিব্রাহিল (আ.) ফিরিশতাদের একটি বিশাল জামাত নিয়ে দুনিয়াতে অবতীর্ণ হন। তারা আল্লাহপাকের ইবাদাতে দাড়িয়ে থাকা এবং বসে থাকা
বান্দাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। (বায়হাকী শরীফ)
হাদিস(২)-
আবু যার (রাঃ) থেকে বর্ণিত-
রাসূল (সাঃ) ২৩শে রমযানের রাত্রিতে আমাদের নিয়ে কিয়ামুল্লাইল করলেন রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত। এরপরে বললেন, তোমরা যা খুজছো তা মনে হয় সামনে।
এরপর ২৫শের রাত্রিতে মধ্যরাত পর্যন্ত কিয়াম করলেন। এরপর বললেন,তোমরা যা খুজছো তা মনে হয় সামনে। তারপর ২৭শে রাত্রিতে তিনি নিজের স্ত্রীগন, পরিবারের
অন্যান্য সদস্যগন সবাইকে ডেকে আমাদেরকে নিয়ে প্রভাত পর্যন্ত কিয়ামুল্লাইল করলেন। এমনকি আমরা ভয়ে পেয়ে গেলাম যে, সাহরী খাওয়ার সময় পাওয়া যাবে না।
(তিরমিযী শরীফ,ইবনে মাজাহ)