আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমি স্ট্রিক্টলি দ্বীন প্র্যাক্টিসের চেষ্টা করছি ৪ বছর প্রায়।আমার পরিবারের কেউ দ্বীন মানেনা,তাদের দ্বীনের জ্ঞান নেই বল্লেই চলে।তাছাড়া আমার পরিবারের কিছু খারাপ রেকর্ড আছে যেমন অনেক আগে বাবা জুয়া খেলতো,ছোট বোন জিনায় লিপ্ত হয়েছিল(আল্লাহ মাফ করুন)।সবমিলিয়ে দ্বীনদার পাত্র বিয়ে নিয়ে অনেক স্ট্রাগল করতে হচ্ছে আমাকে।এখন বয়স ২৬। এতদিন যতগুলা বিয়ের কথা চলছিল কেউ দ্বীনদার ছিল না। তাই রাজি হইনি,এই নিয়ে পরিবারে অনেক ঝামেলা হয়েছে।বর্তমানে একটা বিয়ের কথা চলছে।খোজ,খবর নিয়ে পাত্র, পাত্রের পরিবার সম্পর্কে ভাল জানা গিয়েছে।পাত্র দ্বীনদার,দাওয়ামুলক কাজে জড়িত।সবদিক থেকেই ভাল মনে হয়েছে।কিন্তু বর্তমানে পাত্র বেকার অবস্থায় আছে।হালাল,হারাম বেছে ফ্রিল্যান্সিং করেন, কিন্তু সেটাতে খুবই অল্প ইনকাম হয়।পাশাপাশি হালাল চাকরির চেষ্টা করছেন। বিয়ের ক্ষেত্রে পাত্রের পরিবারের সাপোর্ট আছে,পাত্রীর থাকা,খাওয়ার খরচ প্রাথমিকভাবে পরিবার থেকে বহন করবেন।কিন্তু পাত্রের পরিবারের ইনকাম হালাল না সম্পূর্ণ।পাত্রের বড় ভাই প্রধান আর্নিং মেম্বার,উনি ব্যাংকে চাকরি করেন।এই বিষয়টা নিয়ে পাত্র অসন্তুষ্ট এবং উনি চাচ্ছে ইনকামের ব্যাবস্থা হলে উনি যতদ্রুত সম্ভব আলাদা হয়ে যাবেন।উনি গুরত্বের সাথে ব্যাপারটা দেখছেন। কয়েকমাস হয়তো এই পরিবারে অবস্থান করতে হবে।যেহুতু থাকা,খাওয়ার খরচ পাত্রের ভাইয়ের ইনকাম থেকে আসে সেক্ষেত্রে আমার জন্য কি জায়েজ হবে?
আমি ইস্তেখারা কন্টিনিউ করছি,কিছু বুঝতে পারছিনা।তবে প্রস্তাবটা সামনে আগাচ্ছে,পাত্র পক্ষ আমার পরিবারের খারাপ দিক গুলা জেনে শুনেই আগাচ্ছেন। এখন আমার মতামতের উপর বিয়ের ডেইট ফিক্সড হবে।
আমি খুব পেরেশানিতে আছি,অন্যদিক থেকে দ্বীনদার মিলাতে পারছিনা,আর এক্ষেত্রে ইনকামের ব্যাপারটা।আমার এখন কি করা উচিত?
সবদিক চিন্তা করে আমাকে উত্তম পরামর্শ দিলে খুব উপকার হয় ইন শা আল্লাহ।