আসসালামু আলাইকুম।
স্বামীর ইনকাম যদি হারাম হয় এবং স্ত্রী সেটা জানে কিন্তু স্ত্রী হারাম ইনকাম বাদ দিতে বললেও স্বামীর হাতে অন্য কোন ইনকামের অপশন নেই বলে যদি হারাম ইনকামের উপর স্থীর থাকে এবং স্ত্রী সন্তানকে যদি ভরন পোষণ করার জন্য সেই ইনকাম থেকে অর্থ খরচ করে তবে কি এই হারাম টাকা স্ত্রী এবং সন্তানের জন্যেও হারাম হবে? বা যদি এমন হয় যে স্ত্রীর কাছে হালাল বলে তাদের পিছনে হারাম খরচ করা হয় এবং স্ত্রীর সেটা অজানা থাকে তবে কি এটা স্ত্রীর জন্য হারাম হবে?
যদি স্ত্রী জন্য এসব টাকা হারাম হয় তবে স্ত্রী তার ভরণ পোষণ কি ভাবে করবে? যেহেতু স্বামীই তার একমাত্র দায়িত্ব বহন করে এবং স্ত্রীর কোন ইনকামের পথ নেই।
হারাম হালার নিশ্চিত নয় এমন টাকা দিয়ে কি হজ্জ করা জায়েজ হবে?
স্ত্রী অনেক তাগিদ দেওয়ার পরেও যদি স্বামী নামাজের ব্যপারে, হারাম হালালের ব্যপারে, দ্বীনের ব্যাপারে উদাসীন হয় তবে কি করা উচিত? এই গুনাহ কি স্ত্রীর উপরেও আসবে?