আমি মেয়ে, ২০২২ সালে সহশিক্ষা হারাম এ সম্পর্কে বিস্তারিত জানতে পারি।প্রথমদিকে আম্মু মেনে নিয়েছিল( উল্লেখ্য আম্মুও প্রাকটিসিং তবে কিছুটা মডারেট)। কিন্তু শেষপর্যন্ত মানতে পারেনি।অনেক মারধর,অশ্লীল গালাগালি,নানাধরনের হুমকি এবং সবচেয়ে কষ্টের বিষয় ছিল আমার এই ধর্ম -পর্দা থাকবেনা, যেমন স্বামী সন্তান চাইব তার বিপরীতটাই পাব,সন্তানরাই নাকি আমাকে একদিন বেপর্দা করে ঘর থেকে টেনে বাইর করবে ইত্যাদি বদদুআ করেছে। আমি ভয় পেয়ে মাফ চেয়ে নিই প্রতিবার। তবে আম্মু ধরতে পেরেছে যে বদদুআয় আমি ভয় পাই এজন‍্য রাগের সময় দিনদিন অভিশাপের ব‍্যাপকতা তীব্রতা বাড়িয়ে যাচ্ছে! আম্মুকে পর্দা,সহশিক্ষার বিষয়গুলো আমি বলেছি। আম্মুও সব বুঝে এমনকি আমি যতটুকু না গুছিয়ে বলতে পেরেছি তার চাইতেও সুন্দরভাবে আম্মু বুঝেছে যখন আমার জন‍্য বিয়ের প্রস্তাব আসে,পাত্রপক্ষকে বর্ণনা দেয় তখন এটা বুঝতে পেরেছি। খুব খারাপ লাগে জেনেবুঝেও হঠাৎ করে এমন করে কেন। আমাকে বাধ‍্য করবেই ভার্সিটিতে যেতে। তার কথা সব বুঝলাম মানলাম কিন্তু তোমাকে ওই হারামের মধ্যেই বাধ‍্য হতে হবে কারণ বাধ‍্য হলে হারামও জায়েয হয়, আল্লাহ্ বলেছেন পিতামাতার আনুগত্য করতে যতক্ষণনা তারা তোমাকে শিরকের আদেশ দেয়,যতই বুযুর্গ হও মায়ের বদদুআ কবুল হবেই হবে ইত্যাদি ফতোয়া আরো শুনিয়ে দেন। আমি নিজেই সন্দেহে পড়ে যাই আসলে আমি ঠিক আছি কিনা।আল্লাহর কাছে দুআ করছি উনার সঠিক বুঝ আসার জন‍্য আর কি কি পদক্ষেপ নেয়া যায়?