بسم
الله الرحمن الرحيم
জবাব,
প্রশ্নে উল্লেখিত
বিষয়ে পড়াশুনা করে আমাদের নিকট মনে
হয়েছে যে, প্রাচীন মিশরের ক্ষমতাধর দেবতার নাম হোরাস। আর হোরাস ছিল সুস্বাস্থ্যের
প্রতীক এবং স্বাস্থ্যের দেবতা। প্রাচীন মিশরীয়দের মধ্যে ‘উটচাট’ বা ‘হোরাসের চোখ’ নামে
এক ধরনের কবচের প্রচলন ছিল যাকে মিশরীয় ফারাওরা ভাবতেন নিজেদের সুরক্ষার হাতিয়ার হিসেবে
এবং সুস্বাস্থের প্রতীক যা সর্বরোগ প্রতিহত করতে পারে। এই কবচটির নাম এমন হওয়ার কারন
এর প্রাথমিক আকৃতি অনেকটা হেরাসের চোখের মত ছিল। হোরাসের ডান চোখ সুর্যের (Ra)
এবং বাম চোখ চন্দ্রের (X)
প্রতিনিধিত্ব করে বলে মিশরীয়রা বিশ্বাস
করত। আর দুইটি মিলে Rx.
পরবর্তীতে
ইবনে সিনা সহ অনেক মুসলিম চিকিৎসা শাস্ত্রে অসামান্য অবদান রাখলে মিশর চিকিৎসা জগতে
সামনের কাতারে চলে আসে এবং মিশরীয় পুরাণের প্রভাবে Rx প্রতীক প্রকাশ লাভ করে।
পরবর্তীতে
জেরুসালেমে পরিবর্তন সাধন হয়। মৃত ব্যক্তিকে জীবিত করা,
অন্ধকে দৃষ্টি দান,ধবল রোগীকে ভালো করার অলৌকিক ক্ষমতা ছিল যিশুর। তখন
জেরুসালেমের সব চিকিৎসক রোগীদেরকে যিশুর কাছে পাঠাতে লাগলেন। তখন দেশের প্রধান পাদ্রী
পূর্বের “হোরাসের চোখ” Rx এর অর্থ পরিবর্তন করার উদ্যোগ নিলেন। তিনি ঠিক করলেন
R = Refer to এবং X = Jesus Christ, অর্থাৎ Rx = Refer to
Jesus Christ. মানে ‘যিশুর নামে পড়া
শুরু করুন’ তখন থেকে জেরুসালেম এবং খ্রিস্টান সমাজে এই অর্থের প্রচলন শুরু হয়।
আধুনিক কালে
অন্য ধর্মের দেশ এই দুই মতবাদ কে মেনে নিতে অস্বীকৃতি জানায়। কিন্তু কালের পরিক্রমায়
Rx প্রেসক্রিপশনের প্রতীক হয়ে দাঁড়ায়। ফলে চিকিৎসা শাস্ত্ররের ঐতিহ্য মাথায় রেখে এটা
বাদ দেওয়ার প্রায় অসম্ভব হয়ে যায়। তখন বিকল্প ব্যবস্থা হিসেবে মেডিকেল সাইন্সের নিয়ম
অনুসরণ করে Rx আধুনিক চিকিৎসা শাস্ত্রের অভিধান মতে, To take বুঝায়।
Rx প্রতীকটি ল্যাটিন ‘recipe’ শব্দ থেকে নেওয়া, যার অর্থ হল “To take” অর্থাৎ ‘আপনি নিন’।
এছাড়া,
Medical Dictionary মতে Rx
একটি ল্যটিন শব্দ যা “recipe”
ও ”to
take.” এই দুটি কথা বুঝায়। (সংগৃহিত)
সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যদি Refer
to Jesus Christ বা হোরাস দেবতার দিকে ইঙ্গিত Rx লেখা হয় তাহলে তা
কোন মুসলমান ডাক্তারের জন্য কখনই জায়েয হতে পারে না। তবে Rx যেখান থেকেই উৎপত্তি হোক না কেন
বর্তমানে বেশীরভাগ ডাক্তাররা লিখে থাকেন যে, To take অর্থ "আপনি গ্রহন করুন" এটা বোঝাতেই Rx শব্দটি লেখা
হয়। যদি বাস্তবতাও তাই হয় যা অধিকাংশ ডাক্তার বলেন তাহলে প্যাড এর উপরে "Rx" লিখে প্রেসক্রিপশন লেখা জায়েয আছে।