আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
উস্তাদ, আমার প্রশ্ন ছিলো -
১) আমার হাসব্যান্ড এর অফিসে প্রায় সময়ই কারো না কারো জন্মদিন থাকলে দেখা যায় সন্ধ্যার দিকে নাস্তার মতই অথবা নাস্তার বদলে, জন্মদিন উপলক্ষে কেক এনে সবাইকে খাওয়ানো হয়।
আমার হাসব্যান্ড ও ওই কেক খায়। এখন এই যে কেক খাচ্ছেন, এতে কি উনি গুনাহ্ গার হচ্ছেন? এই খাওয়া টা কি হারাম অথবা নাজায়েজ পর্যায়ে পড়ে?
২) উস্তাদ, অনেকেই বলেন যে, সামনে আমার কলেজ/ ভার্সিটির সেমিস্টার ফাইনাল অথবা চাকরী করেন সে জন্য নিজ ইচ্ছাকৃত ভাবে বাচ্চা নিতে চান না। এক্ষেত্রে আসলে শরীয়াহর বিধান কি?
বিবাহিত দম্পতি কি নিজ ইচ্ছায় বাচ্চা নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত এভাবেই নিতে পারে?
নাকি কোন রিস্ক/ যথাযথ উযর ছাড়া বাচ্চা না নেওয়ার সিদ্ধান্ত ইসলামে নিষিদ্ধ??
এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম।
জাযাকাল্লাহ।