আসসালামু আলাইকুম।
বর্তমানে অনলাইনে ইনকামের একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে forsage.io
যেখানে রেফার করে ইনকাম হয়।
ইনকামের জন্য ডলার কিনে একাউন্ট খুলতে হয়।
সাধারণত ১২,১৮,২১,৩২ ও ৩৮ ডলার দিয়ে একাউন্ট তৈরি করা যায়।
এখানে রেফার ছাড়া ও অটোমেটিক ফ্রি ইনকাম পাবারও ব্যবস্থা আছে।
সেটা হলো, টিম যত বড় হবে ইনকাম ততই বাড়বে। আর এই ফ্রি ইনকাম পাবার জন্য ১২ ডলার বাদে বাকি ডলারগুলো দিয়ে একাউন্ট খুলতে হয়। ১২ ডলার দিয়ে একাউন্ট খুললে কাজ অর্থাৎ রেফার করলেই কেবল মাত্র ইনকাম হবে, কোনো ফ্রি ইনকাম ১২ ডলার দিয়ে খোলা একাউন্ট থেকে আসবে না।
যে আমাকে রেফার করে একাউন্ট খুলাবে সে হবে আমার আপলাইন। আর আমি যাকে রেফার করিয়ে একাউন্ট খোলাবো সে হবে আমার ডাউনলাইন।
২১ ডলার দিয়ে একাউন্ট খুললে X3, X4, XXX স্লটগুলো খুলে যাবে। যার জন্য কোনে একটা সময় আপলাইন থেকে ও ইনকাম পাওয়া যাবে আবার ডাউনলাইন থেকেও ইনকাম পাওয়া যাবে।
অর্থাৎ ফ্রি ইনকাম ও পাওয়া যাবে।
আবার ৩২ ডলার দিয়ে একাউন্ট খুললে X3, X4, XXX, XGold স্লটগুলো খুলে যাবে। স্লট যত খুলবে টিম বড় হওয়ার সাথে সাথে ফ্রি ইনকাম পাবার অপশনও ততই খুলবে।
৩৮ ডলার দিয়ে কেউ একাউন্ট তৈরি করলে তার X3, X4, XXX, XGold and XClore অর্থাৎ সবগুলো স্লটই খুলে যাবে। সে আপলাইন, ডাউনলাইন, ক্রসলাইন সহ তার ফ্রি ইনকামের সবগুলো উৎস চালু হয়ে যাবে।
এখন আমার প্রশ্ন হলো রেফার করা ছাড়াও টিম থেকে ফ্রি ইনকাম পাওয়ার জন্য এর উপর ডিপেন্ড করে ডলার অনুযায়ী যে একাউন্ট খোলা হচ্ছে এতে তো একটা সময় আপলাইন, ডাইনলাইন, ক্রসলাইন সহ টিম থেকে যে ফ্রি ইনকামটা আসে এটা হালাল নাকি হারাম?
মূলত forsage.io টাকি হারাম?
(বিঃদ্রঃ এখানে কোনো রকম এড দেখা বা ভিডিও দেখে ইনকামের কোনো সোর্চ নাই, শুধুমাত্র রেফার আর ফ্রিতে পাওয়া ইনকাম)।