১. বিয়ের পূর্বে কি ধরনের কথায় তালা* কার্যকর হয়? আর কি ধরনের হয় না? একটু উদাহরণ দিবেন কি?
২.আমার মাঝে মাঝে ওযু করার পরে শুধু সন্দেহ হয় যে ওযু হলো কি না, মুখ ধোয়া হলো কি না,এই সন্দেহ হয় যখন ওযুর কিছু সময় পরে আবার মনে করার চেষ্টা করি সব কাজ করেছি কি না তকন সেই কাজ করেছি এমন মুহুর্ত টা স্মরনে আসে না, যদিও কিছু আলামত দেখে মনে হয় এই ফরজ আদায় করেছি কিন্তু তাও ঠিক মতো করলাম কি না সন্দেহ হয়।এটাই কি ওসওয়াসা?এটা কে পাত্তা না দিয়ে আমি সব ঠিক মতো করেছি ধরে নামাজ পরে ফেলবো?
৩. কেও যদি কোনো কথা বলতে গিয়ে "আমি তালা*" বলে আটকে যায়। তাহলে এতে কি শর্ত হয়ে যায়? সে যদি পরে তার বউ কে বলে "আমি তেমাকে দিলাম" বা "আমি দিলাম " এতে কি তালা* হবে?
৪. বিয়ের আগে মেয়ে যদি ছেলেকে বলে "এখন কথা বললে তোমার সাথে ব্রেকাপ" ছেলেও যদি কথা না বলে তবে বিবাহে সমস্যা হবে?
৫. কেও যদি হঠাৎ বড় মানুষের কম বয়সী মেয়ে বিয়ে করার বিষয়ে ভাবার সময় বিষয়টাকে ঘৃণা করে মনে মনে ছিহ ছিহ বলে উঠে,পরে মনে পরে এটাতো খারাপ কিছু না, নবী(সা:) ওতো এমন করেছেন এতে কি, ইমানে সমস্যা হবে?
৬. ভুল মাসআলা জেনে স্বামী যূি তার বউকে বলে "আমাদের বিয়ে ভেঙে গেছে", " আমাদের আবার বিয়ে করতে হবে", এবং দূরে দূরে কিছু সময় থাকে। কিন্তু পরে সঠিক মাসআলা জানতে পারে ও স্বাভাবিক জীবন শুরু করে এতে কি কোনো সমস্যা হবে?