আসসালামু আলাইকুম।
১)
আসসালামু আলাইকুম।
কোন ছেলে যদি বিয়ের আগে,যেই মেয়ের সাথে বিয়ে হবে তাকে এমন কথা বলেঃ " আমরা কিছুদিন পর দুইজন সাক্ষীর সম্মুখে বিয়ে করবো,পরে আমাদের যখন আবার পারিবারিকভাবে বিয়ে হবে,তার আগে তোমাকে তালাক দিয়ে দিলাম , তারপর আবার তোমাকে পারিবারিকভাবে বিয়ে করলাম।"
এমন পরিকল্পনা কি তাদের বিয়ের ক্ষেত্রে বাঁধা হবে?
এমন পরিকল্পনার কারণে কি তাদের পারিবারিকভাবে বিয়ের পর তালাক হবে?
২)কোন ছেলে যদি বিয়ের আগে মুখে উচ্চারণ করে,আমার বউ যদি অমুক কাজ করে তাহলে তালাক।
এতে কি ঐ ছেলে বিয়ে করার পর, তার বউ ঐ কাজ করলে তালাক হয়ে যায়???
অথবা, যার সাথে তার বিয়ে হবে তার নাম উল্লেখ করে,তাকে কল্পনা করে মুখে উচ্চারণ করে।
৩)কোন ছেলে যদি বিয়ের আগে মুখে উচ্চারণ করে, বিয়ের পর আমার বউ যদি অমুক কাজ করে তাহলে তালাক।
এতে কি ঐ ছেলে বিয়ে করার পর, তার বউ ঐ কাজ করলে তালাক হয়ে যায়???
অথবা, যার সাথে তার বিয়ে হবে তার নাম উল্লেখ করে,তাকে কল্পনা করে মুখে উচ্চারণ করে।
৪)দয়া করে বলেন,বিয়ের আগে ছেলের কি কি কর্মকান্ড,কথা,কাজের মাধ্যমে বিয়ের পর বউকে তালাক নিয়ে কিছু না বললে ও তালাক হয়ে যায়।
দয়া করে বলেন,আমার দেখতে হবে, ঐসব বলা হয়েছে কিনা.......
দয়া করে বলেন,বিয়ের আগে কি কি বললে,বিয়ের পর বউয়ের সাথে তালাক হয়ে যায়।
আপনি যেগুলো বলবেন সেগুলা মনে- মনে ভাবলে,ঘুমের মধ্যে বললে, স্বপ্নে দেখলে অথবা স্বপ্নে বললেও হয় কি না,তাও বইলা দিয়েন।
★★★ ৫)
https://ifatwa.info/11744/
এই ফতোয়া টা পড়ে আমি যা বুঝেছি,তাতে আমার মনে হচ্ছে ১,২,৩ নং এর কারণে বিয়ের পর কোন সমস্যা হবে না,কোন তালাক পতিত হবে না।আমি কি ঠিক বুঝি নাই????
আপনি একটু বিস্তারিত বুঝাইয়া দেন,দয়া করে।