আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
শাইখ,প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বিয়ে,আইন বিষয়ক জ্ঞান একদমই কম থাকায় লেখাটিতে ম্যাচিউরিটির অভাব বোধ হবে সেজন্য।
একজন মেয়ে ও ছেলে কাজী অফিসে বিয়ের জন্য যায় এবং কাজী তাদের কিছু কাগজপত্র ফিলাপ করায়,আর কোর্ট বিষয়ক কথা বলে,যে অমুক উকিলের কথা বলবেন কেউ জিগেস করলে। এরপর বলে,আপনাদের বিয়ে কি পরিয়ে দিবো,দুয়া করে? তখন ঐ কাগজপত্র পূরণ করার পরে আবার আলাদা করে মৌখিকভাবে বিয়ের দুয়া,আরও কিছু কথা,প্রস্তাবনা,কবুল বলানো ইত্যাদি করে।
ছেলে হিন্দু থেকে মুসলিম হয়েছিলো,তাই কোর্টের আরও কাগজপত্র লেগেছিল। কিন্তু কাজী এবং ঐ মেয়ে ও ছেলে ব্যতীত কেউ ছিলো না,যদিও ফোনে আগে দু একজন কাছের মানুষকে জানানো হয়েছে যে কাজী অফিসে যাবে,বিয়ে করবে। কিন্তু সামনাসামনি তারা ছিল না।
উক্ত ঘটনা দ্বীন বুঝার আগে,শয়তানের ধোঁকায় ঘটে যাওয়া ঘটনা,আল্লাহ ক্ষমা করুন।
১)সেখানে কি বিয়ে সংঘটিত হয়েছিল,যেহেতু কাজী বিয়ের দুয়া,বিয়ে পরানো ইত্যাদি করিয়ে দিয়েছিলো?
২) তালাক প্রয়োজন ছিলো সেখানে?
***উল্লেখ্য, দ্বীন ভালোভাবে বুঝার পর তাদের আর যোগাযোগ নাই কয়েক বছর ধরে। তালাকও দেয়া হয়নি। ধরে নেয়া হয়েছিলো বিয়েটা হয় নি। একজন দ্বীনের বুঝদার ছেলের সংগে পরবর্তীতে মেয়ের বিয়ে হয়।