আসসালামু আলাইকুম, আমি জ্বিন যাদুতে আক্রান্ত,দীর্ঘ সময় ধরে রুকাইয়া করাচ্ছি,,পরিপূর্ণ সুস্থ হয়ে উঠিনি এখনো,,
আর আমি কবিরাজ-তাবিজ এসবে বিশ্বাস রাখি না,,তাবিজ শিরক তাই ব্যবহারও করি না।আমি সুস্থ হচ্ছি না বলে আমার বাবা মা প্রায়ই বিভিন্ন কবিরাজের শরনাপন্ন হন,,এবার তারা নতুন একজন হুযুরকে এনেছেন,তিনি একটা তাবিজ দিয়েছেন,,,বলেছেন- এই তাবিজটাকে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে রাখতে এবং নিজের হাত ব্যাগে রাখতে।
এক্ষেত্রে এই কাজটা করা কি আমার জন্য জায়েজ হবে?