জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
যেদিন যেদিন ক্লাশ হবে,সেদিন দুপুরে কিছুক্ষম ঘুমিয়ে নিবেন।
আর ক্লাশ শেষ হওয়া মাত্র ঘুমিয়ে যাবেন।
(০২)
উক্ত কিতাব কপি করা যাবে কিনা,জানার জন্য সংশ্লিষ্ট প্রকাশকের সাথে যোগাযোগ করার পরামর্শ রইলো।
★যদি কোনো নির্ভরযোগ্য ফতোয়ার সাইটের প্রশ্ন ও উত্তর হুবহু কপি করেন,কোনো কাটছাট না করেন,নিজের পর কোনো কিছু সংযোজন না করেন,এবং সেই সাইটের কর্তৃপক্ষের অনুমোদন স্বাপেক্ষে আপনি ফতোয়া কপি করেন,এবং নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, তাহলে
প্রশ্নে উল্লেখিত নামে ফতোয়ার ওয়েবসাইট চালু করা উত্তম হবে।
(০৩)
কোনো বিজ্ঞ মুফতী সাহেবের ফতোয়া প্রদানের ভিডিও তার অনুমতি স্বাপেক্ষে রাখা যাবে।
ওয়াজ রাখাও যাবে।
তবে কোনো চ্যানেলের ওয়াজ তাদের অনুমতি ছাড়া আপনার চ্যানেলে ছাড়া যাবেনা।
কপিরাইট আইনে খেলাফ হবে
আরো জানুনঃ-
(০৪)
জায়েজ আছে।
তবে সংরক্ষিত প্রকাশনার বুক এর ক্ষেত্রে অনুমতি ছাড়া এমনটি করা জায়েজ হবেনা।
(০৫)
হাদীস শরীফে এসেছেঃ-
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «أعْطوا الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ» . رَوَاهُ ابْن مَاجَه
’আব্দুল্লাহ ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা শ্রমিককে তার ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দিবে।
(ইবনু মাজাহ ২৪৪৩, ইরওয়া ১৪৯৮, সহীহ আল জামি‘ ১০৫৫,মিশকাত ২৯৮৭।)
ব্যাখ্যা: (قَبْلَ أَنْ يَّجِفَّ عَرَقُه) এ থেকে পারিশ্রমিক দ্রুত প্রদান করা এবং প্রতিশ্রুতি পূর্ণকরণে টালবাহানা বর্জন করা উদ্দেশ্য। (মিরকাতুল মাফাতীহ)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত হাদীস দ্বারা বাস্তবিক ঘামের কথা উদ্দেশ্য নয়,বরং কাজ শেষে দ্রুত মজুরি দেওয়ার তাগিদ দেওয়া উদ্দেশ্য।