আসসালামুআলাইকুম,
আমার নিজস্ব কোনো আয় নেই,আমি এখনো ছাত্র।আবার এমন পরিমাণ জমানো টাকা বা সম্পদ ও নেই যাতে আমার উপর যাকাত ওয়াজিব হবে।আমার আব্বু ই আমার সব খরচ দেন। এমতাবস্থায় আমার এমন আত্মীয় যার সম্পদ সুদ থেকে আসে পুরোটাই, সে যদি আমাকে কোনো টাকা উপহার দেয় বা কিছু খেতে দেয় তাহলে তা খাওয়া কি বৈধ হবে?