আসসালামু আলাইকুম,
বিয়ের আগেই আমাদের স্বামী-স্ত্রীর মাঝে স্ত্রীর চাকরি করা নিয়ে সব কিছু পরিষ্কার ভাবে বলা হয়েছিল যে আমার স্ত্রী চাকরি করতে পারবে না।
কিন্তু এখন সে আমার সাথে রাগ দেখিয়ে জেদ করে জোর করতেছে নার্সিং এর চাকরি করবেই, অথচ সে বিয়েই করেছে এই চাকরি থেকে বাচার জন্যে, পর্দার সমস্যা যাতে না হয়। কোনো ভাবেই বুঝিয়ে কাজ হচ্ছে না, তাই বাধ্য হয়ে বলি যে যেটাই করুক আমার কাছে এসে করবে, শ্বশুরবাড়িতে থেকে কিছুই করতে পারবে না। ওখানে থেকে কিছু করলে আমাকে যাতে নন মাহরাম ভেবে শুরু করে, সাথে এটাও বলেছি আমার অনুমতি ছাড়া কোথাও যদি চাকরি/জব করে তাহলে অটোমেটিক তিন ত্বালাক পরবে তার উপরে। এটা শুনেও সে বলে আচ্ছা, তার মানে চাকরি সে করবেই।
১। এক্ষেত্রে যদি আমার অনুমতি ছাড়া কখনো চাকরিতে প্রবেশ করে তাহলে কি ৩তালাকই পতিত হয়ে যাবে?
২। যদি কখনো আমার অনুমতি সহ কিছু করে তাহলেও কি এই তালাক এর শর্ত প্রযুক্ত হবে কিনা? বিশেষ করে এই ব্যাপারটাই অনেকেই বলতেছে যে অনুমতি নিয়েও চাকরি করলেও ৩ ত্বালাক পতিত হয়ে যাবে। আমি তো নিজেকে দাইয়ুস থেকে বাচানোর জন্যে আর তার পর্দা রক্ষা করার জন্যে বলেছি যে আমার অনুমতি ছাড়া চাকরি করলে তিন তালাক। সে যখন যেটা বলে করেই ছাড়ে তাই এত কঠিন কথা বলা।