আসসালামু আলাইকুম।
প্রশ্ন:১:
বর্ডার এরিয়া থেকে গরু কেনা যদি নাজায়েজ হয়ে থাকে (চোরাই পদ্ধতিতে আসে), এইটা জানার পরও যদি সেইখান থেকে যদি গরু কিনি এবং সেই গরু কয়েক মাস লালন পালন করে বিক্রি করি, তাহলে কি সেই গরু বিক্রি করার মূলধন ও লাভাংশ যেই টাকা টা সেই টাকা কি হালাল হবে?
(বর্ডার ক্রস গরু কিনার কারনে পাপ হবে সেটা জানি, কিন্তু যদি ইচ্ছাক্রমে বা ভুলে কিনে ফেলি, তাহলে কি সেই গরু বিক্রি করার পর সেই গরুর মূলধন ও লাভাংশ নেওয়া হালাল হবে? যেহেতু আমি হালাল টাকা দিয়েই গরুটা কিনেছি)
প্রশ্ন: ২: যেহেতু আমরা জানি যে, বর্ডারের আশেপাশের অনেক গরুই চোরাই ভাবে দেশে আসে।
তাই, বাংলাদেশের গরুর ব্যাপারী যদি বর্ডার ক্রস গরু কিনে এবং ১-২ দিন পালার পর অথবা কয়েক মাস পালার পর (কয়েক মাস পালার কারণে ক্রেতার তো কিছু টাকাও খরত হয়েছে গরুর পিছে) সেইটা কোনো ক্রেতার কাছে বিক্রি করে এবং ক্রেতাও যদি শিওর ভাবে জেনে থাকে যে এইটা বর্ডার ক্রস গরু কিন্তু বাংলাদেশের গরুর বেপারী এইটা অনেকদিন পেলে তারপর বিক্রি করতেছে, তাহলে সেই গরু যদি সেই বাংলাদেশের বেপারী থেকে ক্রেতা ক্রয় করে লালন পালনের উদ্দেশ্যে, তাহলে কি সেটা জায়েজ হবে?
প্রশ্ন: ২.১: এবং বাংলাদেশের গরুর বেপারী থেকে ক্রেতা যদি কিনে সেও কয়েকদিন লালন পালন করে তারপর বিক্রি করে, তাহলে কি সেই বিকৃত মূলধন এবং লাভাংশ তার জন্যে হালাল?