আমি নারায়ণগঞ্জ একটা ট্যুরে গিয়েছিলাম। সেখানে একটি মসজিদে এশার নামাজে সূরা ত্বীন তিলাওয়াত করেন ইমাম সাহেব। কিন্তু, ৩য় আয়াতের পর ৪র্থ আয়াত বাদ দিয়ে ৫ম আয়াত তিলাওয়াত করেন। এতে নামাজের পর একজন মুসল্লী ভূল হওয়ার কথা বললে ইমাম সাহেব বলেন পুরো এক আয়াত বাদ পড়ে গেলে নামাজ হয়ে যায়। তাই তিনি নামাজ পুনরায় পড়ান নি। আমার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে কি নামাজ হয়েছে? আমি জানতাম তিলাওয়াতের সময় একটু হেরফের হলে অর্থ পরিবর্তন হয়ে যায় এবং নামাজ বাতিল হয়ে যায়।