আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
298 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (91 points)
edited by

শায়েখ, আমার হুরমতের অতিরিক্ত ওসওয়াসা, বাড়িতে থাকা পরে না, বাইরে থাকি। কিন্তু আসলে আমি শান্তি পাই না। কি করবো বুঝতে পারছি না।

১.আজকে অযথাই অনিচ্চায় মাকে নিয়ে একটা বাজে চিন্তা মাথায় চলে আসে তখন তা দমিয়ে দেই যে মাকে নিয়ে এমন কেনো হবে। তার পরপর  তরকারি দিতে গিয়ে মায়ের একটু আঙ্গুল লাগে আনার আঙ্গুলে তখন একটা শিগরণ লাগলো। লিঙ্গে ও,  কিন্তু লিঙ্গে রক্ত শুরু হয়েছিলো কিনা জানি না। বুঝতে পারছি না আসলে, একটু মুহুর্ত টাচ লেগেছে। এতে কি হুরমত হতে পারে? শিহরনের পরপর লিঙ্গ তো স্বাভাবিক ই মনে হলো। শিহরনের সময় লিঙ্গ একটু নড়ে হয়তো তা রক্ত আসায়, না ওই অংশের রাগে টান খেয়ে ঝাকুনি এসে নড়ে বলতে পারছিনা।

২. হুরমত নিয়ে জানার পর থেকে প্রায়ই এই সেম ফিলিংস হয়, যথাসম্ভব দূরত্বে থাকি মা থেকে যা আগে ছিলো না,খুবই স্বাভাবিক জীবন যাপন করেছি। এখন জানার পর ওনার ১ সেকেন্ডের স্পর্শ লাগলেও কিরকম যেনো শিহরন হয়,শিহরনের পরপর লিঙ্গ তো স্বাভাবিক ই মনে হলো। শিহরনের সময় লিঙ্গ একটু নড়ে হয়তো তা রক্ত আসায়, না ওই অংশের রাগে টান খেয়ে ঝাকুনি এসে নড়ে বলতে পারছিনা। অবস্থা ওই একই লিঙ্গে রক্ত আসা শুরু হয়েছে কি না, বুঝি না, শিহরনের পরে তো লিঙ্গ স্বাভাবিক ই লাগে বাকি আল্লাহ ভালো জানেন, এতে কি হুরমত হবে?

৩. ifatwa তে জাগায় দেখলাম "মনের মধ্যে কামভাব তথা সহবাসের বাসনা আসবে,আর লিঙ্গ দাঁড়িয়ে যাবে। এক্ষেত্রে পুরোপুরি দাঁড়িয়ে যেতে হবে। আংশিক নয়। আংশিক দাঁড়ানোকে সাধারণত দাঁড়িয়ে যাওয়া হিসেবে ধরা হয় না।""

 এটা কি আমলযোগ্য? যদি এমনটা হতো, তাহলে অন্তত মনটা শান্ত হতো, কারণ তখন ওসওয়াসা বাসা বাদতো না, কি যে করি বুঝে আসছে না,একটু পরামর্শ দিবেন কি?

৪. কোনো মুফতির কুফর সংক্রান্ত থেকে ভুল ফতোয়া জেনে কেও যদি তার বউকে বলে, "আমদের তো বিয়ে ভেঙ্গে গেছে" /"আবার বিয়ে করতে হবে" এবং বউ এর থেকে কিছু সময় দূরত্বে থাকে।।পরে সঠিক টা জানতে পেরে স্বাভাবিক জীবন শুরু করে এতে কি তালা* পতিত হবে? বা অধিকার প্রাপ্ত  বউ যদি বলে " আমােদের মনে হয় এক তালা* হয়ে গেছে" স্বামী বলে নাহ হয় নি, এতে কি তালা* হবে?

৫.. একজন একটি গরু ও একটি ছাগল তাদের ৮ জনের পক্ষ থেকে কোরবানি দিতে বলেন, সেই অনুযায়ী কাগজে লিখা হয়। কিন্তু যাকে দায়িত্ব দেওয়া হয়েছিলো সে ছাগল কুরবানীর সময়, গরুতে দেওয়া হয়ে গেছে এমন একজনরেন নাম নিয়ে বলে অমুকের পক্ষ থেকে।  এতে কি ছাগল যার নামে ছিলো তার কুরবানী হবে,?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্পর্শ করলে পুরুষ মহিলা যেকোন একজনের উত্তেজনা অনুভুত হওয়া।
পুরুষের উত্তেজনা অনুভূত হওয়ার লক্ষণ হল গোপনাঙ্গ দাঁড়িয়ে যাওয়া, আর পূর্ব থেকে দাঁড়িয়ে থাকলে স্পর্শ করার পর উত্তেজনা বৃদ্ধি পাওয়া।
وفى رد المحتار- قوله (بشهوة) اي ولو من احدهما،
وفى الدر المختار- وحدها فيهما تحرك آلته أو زيادته به يفتى
 وفي امرأة ونحو شيخ كبير تحرك قلبه أو زيادته (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-4/107-109)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1233


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
শুধুমাত্র লিঙ্গ দাড়ালে হবে না বরং সহবাসের নিয়তও থাকতে হয়।সুতরাং প্রশ্নের বিবরণ অনুযায়ী হুরমতে মুসাহারা হওয়ার প্রশ্নই আসে না।

(২)
মায়ের সাথে স্পর্শ লাগলেই যে হুরমত হবে, এমন নয় বরং সহবাসের নিয়ত থাকতে হয়।যেহেতু এখানে(কেননা তিনি তো মা) সহবাসের নিয়ত থাকা অসম্ভব। কাজেই হুরমত হওয়াও অসম্ভব।

(৩)
জ্বী, এটা ঠিক।অর্থাৎ সহবাস করার নিয়ত না থাকলে শুধুমাত্র লিঙ্গ দাড়ানো দ্বারা হুরমত হবে না।

(৪)
প্রশ্নের বিবরণ অনুযায়ী তালাক হবে না।

(৫)
কুরবানি হবে।কাগজে লিখে নাম পড়ার কোনো নিয়ম নাই। আল্লাহ অন্তরের সকল খবর জানেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (91 points)
3 নং ক্ষেত্রে দাড়ানোর বিষয়টা জানতে চাচ্ছিলাম, কতোটুকু দাড়ানো শর্ত, আংশিক না পুরোটা?মূলত এইটা জানতে চাচ্ছিলাম

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

–1 vote
1 answer 381 views
...