আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
72 views
in কুরবানী (Slaughtering) by (102 points)
আসসালামু আলাইকুম

১) বর্তমান হিসাবে কুরবানীর তিন দিনে নগদ কত টাকা থাকলে ব্যাক্তির কুরবানী ওয়াজিব হবে?

২)একজন বালেগ যে এখনও ছাত্র এবং তার পরিবার তার ভরণপোষণ করে অর্থাৎ তার নিজের কোনো উপারজন নাই।তার কাছে জমানো ৫০ হাজারের মত নগদ টাকা আছে।তার কুরবানী কি ওয়াজিব?

৩)একজন ব্যাক্তি একটি গরু কিনলো।এখন যদি তার স্ত্রী ও সন্তানের উপরও কুরবানি ওয়াজিব থাকে।তখন ওই ব্যাক্তি তার ক্রয় করা পশুতে তার স্ত্রী ও সন্তানকে শরিক করলো তাহলে কি তার স্ত্রী ও সন্তানের ওয়াজিব আদায় হবে? এক্ষেত্রেও কি পশুর গোশত কাটার পর সমান তিন ভাগ করতে হবে?

৪)একটি গরুতে একজন ২ভাগের টাকা দিল আরেকজন ১ভাগের টাকা দিল। এভাবে দুইজন শরিক কিন্তু কুরবানী তিন ভাগ করা কি জায়েজ?

1 Answer

0 votes
by (711,400 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরবানি দেওয়া ওয়াজিব।কার উপর ওয়াজিব?এ সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
مِنْهَا الْيَسَارُ وَهُوَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبِ صَدَقَةِ الْفِطْرِ دُونَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبُ الزَّكَاةِ،
এই পরিমাণ ধনবান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব,যে পরিমাণ ধনসম্পত্তি থাকার কারণে কারো উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়।যাকাত ওয়াজিব হওয়ার নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া শর্ত নয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/২৯২, কিতাবুল-ফাতাওয়া-৪/১৩১)

বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/1688
মালে নামী(ক্রমবর্ধমান)মালের ব্যখ্যা জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1434

নিত্যপ্রয়োজনীয় ব্যয়ভার ব্যতীত প্রত্যেক  নেসাব (৭.৫ ভড়ি স্বর্ণ/৫২.৫ ভড়ি রূপা বা রূপার সমমূল্য) পরিমাণ মালের মালিক স্বাধীন মুসলমানের উপর কুরবানি করা ওয়াজিব।এক্ষেত্রে বাড়ন্ত মাল হওয়া শর্ত নয় এবং এক বৎসর অতিবাহিত হওয়াও শর্ত নয়।যেভাবে সদকাতুল ফিতরের নেসাব ঠিক এভাবে কুবানিরও নেসাব। বিস্তারিত জানুন-

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)  কুরবানীর তিন দিন তথা ১০/১১/১২ জিলহজ্ব তারিখে কারো কাছে ৫২.৫ ভড়ি রুপার সমমূল্যের টাকা থাকলে তার উপরর কুরবানী ওয়াজিব হবে।

(২)একজন বালেগ যে এখনও ছাত্র এবং তার পরিবার তার ভরণপোষণ করে অর্থাৎ তার নিজের কোনো উপার্জন নাই। তার কাছে জমানো ৫০ হাজারের মত নগদ টাকা আছে। তার যদি প্রয়োজন অতিরিক্ত আর কিছু থাকে, এবং সব মিলিয়ে ৫২.৫ ভড়ি রুপার সমমূল্যের হয়, ১০০০টাকা ভড়ি হলে ৫২.৫০০ টাকা হলে কুরবানি ওয়াজিব।(স্বর্ণ ও রূপার বাজার দর জানতে গোগল করুন) সর্বনিম্ন ক্যারেট তথা সনাতন পদ্ধতির রূপার বাজারমূল্য ধরে হিসেব করে নিবেন।

(৩)কোনো ব্যক্তি যদি শুধুমাত্র তার একার নিয়তে কুরবানির পশু ক্রয় করে তাহলে অন্য কাউকে শরীক করতে পারবে না করলে মাকরুহ হবে।তবে কুরবানি আদায় হয়ে যাবে।তবে যার উপর কুরবানি ওয়াজিব ছিল না, সে যদি ক্রয় করে, তাহলে অন্য কাউকে শরীক করতে পারবে না।
الفتاوى الهندية (5/ 304)
'ولو اشترى بقرةً يريد أن يضحي بها، ثم أشرك فيها ستة يكره ويجزيهم؛ لأنه بمنزلة سبع شياه حكماً، إلا أن يريد حين اشتراها أن يشركهم فيها فلا يكره، وإن فعل ذلك قبل أن يشتريها كان أحسن، وهذا إذا كان موسراً، وإن كان فقيراً معسراً فقد أوجب بالشراء فلا يجوز أن يشرك فيها، وكذا لو أشرك فيها ستة بعد ما أوجبها لنفسه لم يسعه؛ لأنه أوجبها كلها لله تعالى، وإن أشرك جاز، ويضمن ستة أسباعها'۔

لما في الشامية 
'(وصح) (اشتراك ستة في بدنة شريت لأضحية) أي إن نوى وقت الشراء الاشتراك صح استحساناً وإلا لا (استحساناً وذا) أي الاشتراك (قبل الشراء أحب۔
(قوله: أي إن نوى وقت الشراء الاشتراك صح استحساناً وإلا لا)،كذا في بعض النسخ، والواجب إسقاطه كما في بعض النسخ ؛ لأن موضوع المسألة الاستحسانية أن يشتريها ليضحي بها عن نفسه، كما في الهداية والخانية وغيرهما، 

(৪)একটি গরুতে একজন ২ভাগের টাকা দিল একজন এবং অন্য ১ভাগের টাকা দিল ভিন্নজন। এভাবে দুইজন শরিক হয়ে কুরবানি দেয়া যাবে।  কুরবানীকেও তিন ভাগ করে যিনি দুই ভাগের টাকা দিয়েছেন,তিনি চাইলে দুই ভাগ গোশত নিতে পারবেন। এবং অন্যজন ১ ভাগ গোশত নিতে পারবেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4887


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (711,400 points)
সংযোজনও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...