আমার স্ত্রী আমাকে সন্দেহ করে। সে দুটো মেয়ের নাম উল্লেখ করে বলে, এদের সাথে কথা বলা যাবে না। আমার সাথে সংসার করতে হলে এদের সাথে কথা বলা যাবে না। যদি এদের সাথে কথা বলো , তাহলে আমি সংসার নিয়ে ভাবতে বাধ্য হবো। মনের মধ্যে সন্দেহ হচ্ছে এ কথা বলেছিল নাকিঃ যদি এদের সাথে কথা বলো তাহলে আমাদের সংসার নষ্ট হয়ে যাবে। যদিও এই কথা বলেছে কিনা আমার মনে নেই। তবে আমার যতদুর মনে পরে, সংসার নষ্ট হয়ে যাবে বা সংসার ভেঙে যাবে এজাতীয় কথা সে বলে নাই। সে আরো অনেক কথা বলেছিল আমার মনে নেই। তবে তার অনুরোধের পর তাকে আমি কথা দিয়েছিলাম, আমি মেয়ে দুটোর সাথে আর কথা বলব না।
মেয়ে দুটোর মধ্যে একজন আমার চাচাত বোন যাকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওর সাথে দেখা হলে আমি বলেছিঃ কেমন আছিস? কবে এসেছিস? কোথায় যাচ্ছিস?
পরেই আমার খুব খারাপ লাগা শুরু হলো, আমি তো আমার স্ত্রীকে কথা দিয়েছি।
মনের মধ্যে ভয় করছে এর জন্য আমার সংসারের কোন ক্ষতি হয়নি তো?